কেরালাকে উড়িয়ে দিল মুম্বই সিটি এফসি। ৪-০ গোলে কেরালাকে হারিয়ে লিগ শীর্ষে মুম্বই। জোড়া গোল করেন জর্জে দিয়াজ। বিপিন সিং এবং জর্জ স্টুয়ার্ট একটি করে গোল করেন।
আইএসএলের অন্যতম সেরা দুই দল মুম্বই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্স আক্রমণাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে জর্জে দিয়াজ গোল করে এগিয়ে দেন মুম্বইকে। ১০ মিনিটেই ব্যবধানএ মুম্বই দলের দ্বিতীয় গোল ছাংতের অনবদ্য পাস গ্রেগ স্টুয়ার্ট হেড করে বল বিপক্ষের জালে ঢোকান। ম্যাচের ১৫ ম্যাচের তৃতীয় গোল। ২০ মিনিটে ডানপ্রান্তে পেরেরা দিয়াজের পাশ পেয়ে জোরালো শঠে গোল করেন বিপিন সিং।
জর্জে দিয়াজ চতুর্থ গোলটি করেন। এই জয়ের ফলে নজির গড়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে মুম্বই। লিগে টানা জয়ের নয়া নজির মুম্বই সিটি এফসির।