Sunday, December 7, 2025
HomeSports NewsIPL 2024: রোহিত-সূর্যকুমার-বুমরাহদের বিশেষ বৈঠক! ম্যানেজমেন্টের কাছে হার্দিকের বিরুদ্ধে অভিযোগ

IPL 2024: রোহিত-সূর্যকুমার-বুমরাহদের বিশেষ বৈঠক! ম্যানেজমেন্টের কাছে হার্দিকের বিরুদ্ধে অভিযোগ

- Advertisement -

আইপিএল ২০২৪ (IPL 2024)-এ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) যাত্রা শেষ। প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মুম্বই। টানা চার বছরে দ্বিতীয়বার মুম্বই প্লে অফে পৌঁছতে পারল না। এই মরসুমের হতশ্রী পারফরম্যান্সের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

এর আগে ২০২২ সালে রোহিত শর্মার অধিনায়কত্বে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল মুম্বই। এবার হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দল। এরই মাঝে শোনা যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলের অন্দরে সব কিছু ঠিক নেই। বলা হচ্ছে, নতুন অধিনায়ক হার্দিকের অধিনায়কত্বের ধরনে খুশি নন দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়। এ নিয়ে টিম ম্যানেজমেন্টের কাছেও ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে।

   

সুপার জায়ান্ট ছেড়ে দেবেন KL Rahul! আগ্রহ দেখাবে KKR?

মুম্বইয়ে যোগ দেওয়ার পর রোহিত শর্মার হাত থেকে হার্দিকের হাতে অধিনায়কত্ব তুলে দেয় টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে ক্ষুব্ধ মুম্বইয়ের বহু ভক্ত। রোহিতের সমর্থকরা হার্দিকের বিরুদ্ধেভাবে সোচ্চার হয়েছিলেন টুর্নামেন্ট জুড়ে। হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সও এই মরসুমে খুব হতাশাজনক।

Joselu Real Madrid: রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোল কেন অফসাইড নয়? কী বলছে নিয়ম

শুধু পারফরম্যান্সই নয়, তাঁর অধিনায়কত্বকেও দেখা গিয়েছে অনেক গলদ। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অধিনায়কের বহু সিদ্ধান্তে মুম্বইয়ের অনেক সিনিয়র খেলোয়াড় বিরক্ত হয়ে রয়েছেন। অধিনায়কত্বের ধরন নিয়ে ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ বজায় নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুম্বই ম্যাচের পরে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের মধ্যে একটি বৈঠক হয়েছিল। যেখানে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহর মতো দলের সবচেয়ে সিনিয়র সদস্যরাও উপস্থিত ছিলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular