ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) খেলা মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মূল ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ক্যাপ্টেন করার সিদ্ধান্ত সমর্থকদের অনেকে মেনে নিতে পারেননি। দলের মধ্যে দুই পক্ষ বিভক্ত হয়ে পড়েছে বলেও খবর পাওয়া গেছে। মুম্বই ইন্ডিয়ান্সের কিছু সাব-ফ্র্যাঞ্চাইজি বিশ্বের অন্যান্য লীগেও খেলে। এমআই এমিরেটস (MI Emirates) ILT20 -তে মুম্বই ইন্ডিয়ান্সের একটি উপ-ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এই দলে একটি বড় পরিবর্তন হয়েছে এবং তিনজন নতুন খেলোয়াড় দলে প্রবেশ করেছেন।
চলতি আইএলটি২০-র কোয়ালিফায়ার ১ ম্যাচের আগে বড় ঘোষণা করেছিল এমআই এমিরেটস দল। ফ্র্যাঞ্চাইজিটি দলে তিনজন নতুন খেলোয়াড় যুক্ত করেছে। এক্স-এ পোস্ট করে এই তথ্য জানানো হয়েছে। ১৪ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার-১ এ গালফ জায়ান্টসের মুখোমুখি হয় এমআই এমিরেটস। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে ১৬৩/৭ রন্মরেছিল এমআই। প্রতিপক্ষ দলের ইনিংস থামে ১১৮ রানে। এমআই ম্যাচ জিতে নিয়েছে ৪৫ রানের ব্যবধানে।
The MI Emirates have registered a thumping 45-run win and are through to the finals of #DPWorldILT20 💪#AllInForCricket #MIEvGG pic.twitter.com/45Ce9zjzcg
— International League T20 (@ILT20Official) February 14, 2024
এই দলে নতুন তিন ক্রিকেটার যুক্ত হয়েছেন। শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে, ইংল্যান্ডের রিস টপলি ও যুক্তরাষ্ট্রের মোনাঙ্ক প্যাটেল। বুধবার বড় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তিন ক্রিকেটার।
আইপিএল ২০২৩-এ আরসিবির সঙ্গে যুক্ত থাকা রিস টোপলাসিকে ফজলহক ফারুকির পরিবর্ত হিসেবে বেছে নিয়েছে এমআই এমিরেটস। এছাড়া কোরি অ্যান্ডারসনের জায়গায় দলে জায়গা পেয়েছেন মোনাঙ্ক প্যাটেল। চলতি মরসুমে এই দলের দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি ভানুকা রাজাপাকসে। আইপিএলে পঞ্জাব কিংস দলেও রয়েছেন রাজাপাকসে। এ ছাড়া আরসিবি দলে রয়েছেন টপলি।
এমআই এমিরেটস পূর্ণাঙ্গ স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), আসিফ খান, কুশল পেরেরা, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ ওয়াসিম, আম্বাতি রায়ডু, মোনাঙ্ক প্যাটেল, জর্ডান থম্পসন, ডোয়াইন ব্রাভো, ড্যান মাউজেলি, ওডিন স্মিথ, নস্থস কেনজিগে, জহুর খান, রিস টপলি, ট্রেন্ট বোল্ট, মহম্মদ রোহিদ, ম্যাককেনি ক্লার্ক, বিজয়কান্ত উইসাকান্ত, আকিল হোসেন, ওয়াকার সালামখেল।