Hardik Pandya: যে পথে হার্দিককে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স

Hardik Pandya

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তার পুরানো ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরে আসার পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিজের মনের কথা জানিয়েছেন। রবিবার আইপিএল ২০২৪ নিলামের আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ধরে রাখা এবং মুক্তি প্রাপ্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ অরেছিল। যার মধ্যে গুজরাট টাইটানস প্রথমে হার্দিক পান্ডিয়াকে ধরে রেখেছিল বলে জানা গিয়েছিল। সোমবার অন্য খবর।

Advertisements

এর পরবর্তী খবর, মুম্বই ইন্ডিয়ান্স ক্যামেরন গ্রিনকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) কাছে ট্রাবাফার করে হার্দিক পান্ডিয়াকে দলে টেনে নেয়। যার ফলে হার্দিক তার পুরানো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ফের যুক্ত হতে পারলেন। এদিকে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার পর হার্দিকের প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে।

হার্দিক পান্ডিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ২০১৫ সালে আইপিএলে প্রথমবারের মতো হার্দিককে দেখা পরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের নীল সোনালী জার্সি। এ ছাড়া পুরোনো সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাটানো সব মুহূর্ত শেয়ার করেছেন হার্দিক। এ সময় তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, পুরনো স্মৃতি আবার সতেজ হয়ে ওঠে। মুম্বাই। ওয়াংখেড়ে…. মুম্বাইয়ে ফিরতে পেরে আমি খুব খুশি।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

হার্দিক পান্ডিয়া ২০২৩ সালের আইপিএলে ১৬ ম্যাচে ৩৪৬ রান করেছেন, যার মধ্যে তিনি ২টি হাফ সেঞ্চুরি ছিল তার নামে। ২০২২ সালে হার্দিক তার অধিনায়কত্বে গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করেছিলেন। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৪৭৬ রান করেছেন হার্দিক।