এবার নতুন করে ঘর গোছানোর পরিকল্পনা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC) শিবিরের। সেইমতো পুরোনো দলের বেশকিছু ফুটবলারদের পাশাপাশি ডেভলপমেন্ট লিগের কিছু খেলোয়াড়দের রেখে মোট ১১ জন ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাব। যাদের মধ্যে অন্যতম ছিল জেরি লালরিনজুয়ালা। তাকে ছাড়া নিয়ে বেশ বিতর্ক দেখা দিলেও শেষ পর্যন্ত ছাটাই করা হয় এই তারকা ফুটবলার কে। কিন্তু তাহলে এবার জেরির বদলে কাকে আনা হবে লেফট ব্যাকে? এবার উঠে আসল মুম্বাই সিটির এই প্রাক্তন ফুটবলারের নাম।
তিনি মন্দার রাও দেশাই। গত কয়েকদিন আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল গতবারের লিগ শিল্ড জয়ী দল মুম্বাই সিটি। যারফলে, এখন ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন বছর এক ত্রিশের এই তারকা। সেই সুযোগকে কাজে লাগিয়েই এবার বাজিমাত করার পরিকল্পনা লাল-হলুদের। বিশেষ সূত্র অনুযায়ী খবর, মন্দারের এজেন্টের সঙ্গে ও নাকি কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। তাই সব সঠিক দিকে চললে আসন্ন মরশুমে কলকাতায় আসতে পারেন এই তারকা ফুটবলার।
তবে একটা সময় শোনা যাচ্ছিল মুম্বাই ছেড়ে ওডিশা এফসিতে যেতে পারেন এই ডিফেন্ডার। আসলে বছর কয়েক আগে সার্জিও লোবেরার তত্বাবধানে মুম্বাইতে থেকেই আইএসএল জিতে ছিলেন এই তারকা। তাই মুম্বাই ছেড়ে নিজের পুরোনো গুরুর কাছেই ফিরে যাওয়ার সম্ভাবনা জোড়াল হচ্ছিল এই তারকার। তবে বর্তমান সময়ের নিরিখে সেই সম্ভবনা অনেকটাই কমে এসেছে।