Mumbai City FC: গোয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় মুম্বইয়ের

লিগ শিল্ডের হতাশা ভুলে এবার দারুণ ছন্দে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ গোয়ার জওহরলাল নেহেরু ফতৌদা স্টেডিয়ামে এফসি গোয়ার…

Mumbai City FC, FC Goa

লিগ শিল্ডের হতাশা ভুলে এবার দারুণ ছন্দে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ গোয়ার জওহরলাল নেহেরু ফতৌদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল শক্তিশালী মুম্বাই। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে রাহুল ভেকের ফুটবল ক্লাব।

এদিন মুম্বাই সিটির হয়ে জোড়া গোল করেন লালরিয়ান জুয়ালা ছাংতে। একটি মাত্র গোল করেন বিক্রম প্রতাপ সিং। অন্যদিকে, এফসি গোয়া দলের জার্সিতে গোল করেন বরিস সিং থাংজম এবং ব্রান্ডন ফার্নান্ডেজ। আজকের এই জয়ের ফলে অনেকটাই অ্যাডভান্টেজ থাকবে রনবীর কাপুরের ফুটবল ক্লাবের।

   

তবে ম্যাচের শুরুটা ছিল একেবারেই অন্যরকম। সমস্ত কিছুতেই মুম্বাইকে পিছনে ফেলে দিয়েছিল ম্যাকহিউদের গোয়। সুযোগ বুঝেই আক্রমণ শানিয়ে গোল তুলে নিয়েছিল এই ফুটবল ক্লাব। বরিসের গোলে প্রথমার্ধে এগিয়ে থাকে গোয়া শিবির। দ্বিতীয়ার্ধে সময় এগোনোর সাথে সাথে মুম্বাই শক্তি বাড়াতে শুরু করলেও আক্রমণ প্রতি আক্রমণে লাচেনপাকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে যান ব্রান্ডন।

অনেকেই মনে করেছিলেন প্রথম লেগে হয়তো সহজ জয় তুলে নেবে এফসি গোয়া। কিন্তু সহজে যে হাল ছেড়ে দেয়নি আইএসএল জয়ী মুম্বাই। নির্ধারিত সময়ের শেষ লগ্ন থেকে শুরু করে অতিরিক্ত সময় এ যেন এক অবিশ্বাস্য মুহূর্ত। সহজেই একের পর এক গোল তুলে নিতে থাকে বিক্রমরা। যার কোনো জবাব ছিল না গোয়া দলের কাছে।

সেমিফাইনালে দ্বিতীয় লেগে এবার মুম্বাই এরিনায় খেলতে হবে এফসি গোয়া দলকে। যারফলে, বেশ অনেকটাই চাপ থাকবে মানালো মার্কেজের ছেলেদের। একাধিক গোলের ব্যবধান রেখে জিততে হবে নোয়া সাদাউদের। অন্যদিকে, ফাইনালে উঠে আইএসএল ট্রফি ঘরে আনাই অন্যতম লক্ষ্য থাকবে পেট্রো ক্র্যাটকির ছেলেদের।