Mumbai City FC: নেইমাররা থাকলেও পরের পর্বে যাওয়ার সুযোগ রয়েছে মুম্বইয়ের

Mumbai City FC

নেইমারের ক্লাবের বিরুদ্ধে খেলবে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। ACL গ্রুপ পর্বের দল বাছাইয়ের সময় আবেগের হিল্লোল লক্ষ্য করা গিয়েছে ভারতীয় ফুটবল মহল জুড়ে। বিশেষত মুম্বই সিটি ক্যাম্পে। আবেগটুকু বাদ দিলে বাকি থাকছে পারফরম্যান্স এবং অংক। ভালো খেললে পরের পর্বে যেতে পারে ইন্ডিয়ান সুপার লীগের টিম।

চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ ডি-তে বাকি তিন দলের থেকে ধারেভারে কয়েক গুণে এগিয়ে রয়েছে আল হিলাল। শুধু তো নেইমার নন, এই দলে রয়েছেন রুবেন নাভাস, মিত্রভিচ, মিলিনকভিচ সাভিচ সহ আরো একাধিক তারকা। আল হিলাল দলগত ভালো খুব খারাপ না খেললে গ্রুপ পর্যায়ে হয়তো অপরাজিত থাকবে। এমনটাও হতে পারে প্রত্যেক দলের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে তারা মাঠ ছাড়বে। এমনটা হলে গ্রুপ ডি-এর শীর্ষে থাকবে আল হিলাল।

   

আল হিলাল এক নম্বরে থাকলে পরের পর্বে যাওয়ার জন্য বাকি থাকবে একটি মাত্র স্লট, দ্বিতীয় স্থান । এই দ্বিতীয় স্থানের জন্য দেখা যেতে পারে মরীয়া লড়াই। গ্রুপের বাকি তিন দল দ্বিতীয় স্থান অর্জনকে পাখির চোখ করতে পারে। একটা পজিশনের জন্য তিন দলের লড়াই, লক্ষ্যে সফল হবে কোনো একটি মাত্র দল।

লক্ষ্য খুব কঠিন হলেও অসম্ভব নয়। আল হিলাল ছাড়া গ্রুপ ডি-তে রয়েছে মুম্বই সিটি এফসি, Nassaji Masandaran Fc (Iran), Navbahor (Uzbekistan)। উজবেকিস্তানের অন্যতম সেরা দল Navbahor ফুটবল ক্লাব। তাদেরও স্কোয়াড যথেষ্ট ভালো, তবে আল হিলালের মতো তারকাখচিত নয়। Nassaji Masandaran Fc ইরানের অন্যতম সেরা ক্লাব। তবে সম্প্রতি ধারাবাহিক ফর্মে নেই ক্লাব। মূল চালিকা শক্তি নিজের দেশের খেলোয়াড়রা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন