Transfer window: আই লিগের ক্লাবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার

খোলা রয়েছে ট্রান্সফার উইন্ডো (Transfer window), চলছে দল গোছানোর ক্লাব। এবার ট্রান্সফার উইন্ডোতে কিছুটা নিঃশব্দে নিজেদের কাজ করছে আই লীগের ক্লাব Trau ফুটবল ক্লাব (TRAU Football Club)।

THAWAN MARCOS

খোলা রয়েছে ট্রান্সফার উইন্ডো (Transfer window), চলছে দল গোছানোর ক্লাব। এবার ট্রান্সফার উইন্ডোতে কিছুটা নিঃশব্দে নিজেদের কাজ করছে আই লীগের ক্লাব Trau ফুটবল ক্লাব (TRAU Football Club)। সম্প্রতি ব্রাজিলের এক ডিফেন্ডারকে দলে নিয়েছে তারা।

Trau ফুটবল ক্লাব তাদের দলের সঙ্গে যুক্ত করেছে ব্রাজিলীয় ডিফেন্ডার THAWAN MARCOS-কে। ২৬ বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যে খেলেছেন একাধিক নামী ক্লাবে। তার যোগদানের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে ক্লাব। মার্কসের আগমনের কথা জানতে পেরে ক্লাব সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তিনি কেমন খেলেন সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছে পোস্টের কমেন্ট বক্সে।

   

প্রোফাইল অনুযায়ী মার্কসকে তারকা ফুটবলার বলা চলে না। তবে বেশ কিছু ক্লাবে খেলার সুবাদে বিভিন্ন দেশের ফুটবল সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। বয়স কম, ভালো খেললে আগামী দিনে ক্লাবের জন্য সম্পদ হয়ে উঠতে পারেন তিনি। পর্তুগাল এবং ব্রাজিলের একাধিক ক্লাবে খেলেছেন। এশিয়ান ফুটবলে সম্ভবত এই প্রথম পদার্পণ করতে চলেছেন তিনি।

মার্কস রক্ষণভাগের ফুটবলার। গত মরসুমের আই লীগে Trau ফুটবল ক্লাবের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ক্লাবের বাজেট খুব বেশি নয়। সীমিত সামর্থের মধ্যে ভালো দল গড়ার চেষ্টা করছেন ক্লাব কর্তারা। আই লীগ ক্রম তালিকার ভালো অবস্থানে থাকা লক্ষ্য Trau ফুটবল ক্লাবের।