Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি

শেষ ফুটবল মরশুমে অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। তবে সেবার সেমিফাইনালে তাদের হেরে যেতে হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে। তবে…

Peter Kratky

শেষ ফুটবল মরশুমে অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। তবে সেবার সেমিফাইনালে তাদের হেরে যেতে হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার দরুন লিগ শিল্ড জয় করে মুম্বই। যারফলে, এবছর এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে এই ভারতীয় ফুটবল দল। যা নিঃসন্দেহে বিরাট গর্বের। তবে এফসি নাসাফ থেকে শুরু করে শক্তিশালী আল হিলালের মুখোমুখি হতে হয় রাহুল ভেকের মুম্বইকে।

Advertisements

 আরও পড়ুন: Letter Against Referee: রেফারি ক্রিস্টাল জনের বিরুদ্ধে মোহনবাগানের চিঠি!  

বিজ্ঞাপন

স্বাভাবিকভাবেই খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাদের। তবে ঘরের মাঠে আল হিলালের বিপক্ষে ছাংতে-আপুইয়াদের দাঁতে দাঁত চেপে লড়াই যথেষ্ট নজর কাড়ে সকলের। এই যাবতীয় কিছুর নেপথ্যে ছিলেন ব্রিটিশ কোচ ডেস বাকিংহাম। তার চালনাতে এবারের ইন্ডিয়ান সুপার লিগেও যথেষ্ট ভালো স্থানে রয়েছে আইসল্যান্ডাররা। কিন্তু কয়েক সপ্তাহ আগেই মুম্বই সিটিকে বিদায় জানিয়ে নিজের দেশে চলে গিয়েছেন এই দাপুটে কোচ।

 আরও পড়ুন: Mohun Bagan: চোট সারিয়ে পরের ম্যাচেই মাঠে ফিরতে পারেন বাগানের দুই তারকা  

বর্তমানে তিনি দায়িত্ব সামলাচ্ছেন নিজের পুরোনো দল অক্সফোর্ড ইউনাইটেডে। সেখানেই এবার পুরোনো ছন্দে দলের হাল ধরেছেন তিনি। কিন্তু আসবেন এবার? কার হাতেই বা উঠবে মুম্বই দলের দায়িত্ব? এই নিয়ে চরম জল্পনা দেখা দিয়েছিল সকলের মধ্যে। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করল রনবীর কাপুরের মুম্বই সিটি এফসি। অবশেষে দলের দায়িত্ব পেলেন কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকি। গত ফুটবল মরশুম পর্যন্ত মেলবোর্ন সিটির দায়িত্ব সামলেছেন তিনি। সেখানে সহকারী কোচ হিসেবে কাজ করার পর এবার যুক্ত হতে চলেছেন এই ভারতীয় ফুটবল দলের সঙ্গে।

 আরও পড়ুন: MS Dhoni: চেন্নাই সুপার কিংসে চারবার বেতন বেড়েছে ধোনির, প্রায় ৬ কোটি টাকার পার্থক্য!  

পরবর্তীতে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুম্বই সিটি এফসির মতো শক্তিশালী দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট আনন্দিত। পূর্বে ও এই সিটি গ্রুপের সঙ্গে আমি কাজ করেছি। তাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করে আসছি। ফুটবল নিয়ে তাদের ভাবনা চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে যথেষ্ট আকৃষ্ট করেছে। তাই এবার ভারতীয় ক্লাবে বিড়াট দায়িত্বের জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তবে মুম্বই সিটি যথেষ্ট ভালো ফুটবল দল। গত কয়েক মরশুমে তাদের যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে। আমি নিজের সেরাটা দিয়ে তাদের সাফল্য দেওয়ার চেষ্টা করব।