চোট পেয়ে দেশে ফিরছেন ISL-এর তারকা বিদেশি

ফুটবল প্রেমীদের একাংশের আশঙ্কা, আপাতত মাঠের বাইরে থাকতে হবে Alberto Noguera-কে। ফের কবে মাঠে ফিরতে পারেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

alberto noguera

ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ শুরু হওয়ার আগে একের পর এক চোট পাওয়ার খবর। এবার চোটের কবলে ISL খেলা অন্যতম সেরা এক বিদেশি ফুটবলার। সুস্থ হওয়ায় জন্য আপাতত দেশে ফিরছেন তিনি।

চোট পেয়েছেন মুম্বই সিটি এফসির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার Alberto Noguera। ক্লাবের পক্ষ থেকে তার চোট পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। চোট সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ফুটবল প্রেমীদের একাংশের আশঙ্কা, আপাতত মাঠের বাইরে থাকতে হবে Alberto Noguera-কে। ফের কবে মাঠে ফিরতে পারেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Advertisements

সম্প্রতি মুম্বই সিটি এফসির পক্ষ থেকে দেওয়া হয়েছিল একটি সই সংবাদ। এল খায়াতিকে দল নিয়েছে বাণিজ্য নগরীর আইএসএল দল। অনেকের অনুমান, স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের চোটের গুরুত্ব বুঝে আর ঝুঁকি নেয়নি ক্লাব। এরপরেই তড়িঘড়ি নিশ্চিত করা হয় এল খায়াতিকে।

চোটের জন্য ইন্ডিয়ান সুপার লীগের আরও এক বিদেশি ফুটবলারের আগামী ইন্ডিয়ান সুপার লীগ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি ইস্টবেঙ্গলের জর্ডন এলসে। ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এলসে ফিট হতে আপাতত মাসখানেক সময় লাগবে। সম্প্রতি শোনা গিয়েছে, আইএসএলের দশম সংস্করণে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম।