Bipin Singh: ২০২০-২১ ফাইনালের মতো ‘মোহন-তরী’ আবার ডোবাতে চান বিপিন

Mumbai City FC, Bipin Singh

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) কাপের ফাইনালে মুম্বই সিটি এফসি মোহনবাগান (Mohun Bagan)সুপার জায়ান্টের মুখোমুখি হবে। তার আগে দুই দলের ফুটবলরদের কী মনোভাব সে ব্যাপারে রয়েছে ফুটবল প্রেমীদের কৌতূহল। মুম্বই সিটি এফসির (Mumbai City FC) দিকের ম্যাচের পাল্লা ঝুঁকিয়ে দিতে পারেন বিপিন সিং (Bipin Singh)। ফাইনাল ম্যাচে গোল করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। ২০২০-২১ ফাইনালের পুনরাবৃত্তি করতে চাইবেন তিনি। আইল্যান্ডাররা মেরিনার্সকে পরাজিত করে তাদের প্রথম আইএসএল কাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল। সেই সন্ধ্যায় মুম্বইয়ের হয়ে জয়সূচক গোল করেছিলেন বিপিন।

ম্যাচের আগে বিপিনের বিশেষ সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে। সেখানেই উঠে এসেছিল ২০২০-২১ মরসুমের ফাইনাল ম্যাচের কথা। সেদিন বাগানের আক্রমণভাগে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা থাকলেও দল জিততে পারেনি। শেষ মুহূর্তে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন বিপিন।

   

সেদিনের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমাদের দলের ক্ষমতা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। দল হিসেবে খেলা চালিয়ে যেতে হবে। এফসি গোয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ার পড়েও জয় লাভ করেছি।’

এরপর তিনি বলেছেন, ‘২০২০-২১ মরসুমের ফাইনালে জয়সূচক গোল করা এখনও ফুটবলার হিসেবে আমার সেরা মুহূর্ত। প্রত্যেক খেলোয়াড়ই এমন মুহূর্তের স্বপ্ন দেখে এবং ভাষায় প্রকাশ করতে পারব না যে আমি কতটা খুশি হয়েছিলাম। আমি বল স্ট্রাইক করার আগে খুব বেশি চিন্তা করিনি। শুধু দেখেছিলাম বল আমার দিকে আসছে, তারপর যতটা সম্ভব জোরে শট মেরেছিলাম। ভাগ্যক্রমে, সেটাডিফেন্ডারকে অতিক্রম করে বল জালে জড়িয়ে গিয়েছিল।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন