Transfer Window: স্প্যানিশ উইঙ্গারকে দলে টানার পথে মুম্বাই সিটি এফসি

Transfer Window: গত বছর মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল মুম্বাইয়ের ফুটবলপ্রেমীরা। পাশাপাশি নয়া সিজনের…

Jorge Ortiz

Transfer Window: গত বছর মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল মুম্বাইয়ের ফুটবলপ্রেমীরা। পাশাপাশি নয়া সিজনের জন্য কিরঘিজ কোচ পেট্র ক্র্যাটকির উপরেই ভরসা রাখে সিটি ম্যানেজমেন্ট। পুরনো ছন্দ বজায় রেখে নতুন মরসুম শুরু করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়ে নয়া আইএসএল মরসুম শুরু করে রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। কিন্তু পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই একের পর এক ম্যাচে পরাজিত হতে শুরু করে এই ফুটবল ক্লাব।

স্বাভাবিকভাবেই যার প্রভাব গিয়ে পড়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। বিগত কয়েক বছর ধরেই টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে টপ সিক্সের মধ্যেই দল ঘোরাফেরা করলেও এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। বর্তমানে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ কোনও রকমে লিগ তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে লালিয়ানজুয়ালা ছাংতেরা। গত ম্যাচে পিছিয়ে থেকেও ড্র করেছে মুম্বাই সিটি এফসি। এবার সেই হতাশা ভুলে আগামী ২৬শে জানুয়ারি হোম ম্যাচে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে গোটা দল। এই ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে চাইবেন সকলে।

   

কিন্তু এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এবারের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে এক স্প্যানিশ উইঙ্গারকে দলে টানতে চলেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তিনি জর্জ অরটিজ। হ্যাঁ ঠিকই শুনেছেন। বছর কয়েক আগেই এফসি গোয়ার জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই তারকা ফুটবলারকে। যদিও পরবর্তী মরসুমে স্পেনে ফিরে গিয়েছিলেন অরটিজ। এবার ফের ভারতে খেলতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে। সেইমতো কথাবার্তা ও প্রায় চূড়ান্ত করে ফেলেছে ম্যানেজমেন্ট।

সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর যোগদানের কথা ঘোষণা করবে মুম্বাই সিটি এফসি। বর্তমানে তিনি চিনের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব শেনজেন পেং সিটির সঙ্গে যুক্ত থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়েই হয়তো তাঁকে চূড়ান্ত করে ফেলেছে মুম্বাই।