Mumbai City FC: ফের জয় পেল মুম্বই, পয়েন্ট টেবিলের এক ধাপ নিচে মোহনবাগান

mumbai city fc punjab FC

মুম্বাই সিটির (Mumbai City FC) জয়ের দরুন ফের তৃতীয় স্থানে নেমে যেতে হল মোহনবাগান দলকে।৷ এবারের আইএসএল মরশুমের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লড়াই দেখা দিয়েছে প্রত্যেকটি দলের মধ্যে। তবে প্রথম লেগের শেষে নিজেদেরকে সবার উপরে ধরে রেখেছিল ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। তবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরু হতেই সবাইকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসে সার্জিও লোবেরার ওডিশা এফসি।

Advertisements

গত ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে তারা পরাজিত করেছে ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলকে। বর্তমানে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। আগামীকাল তাদের খেলতে হবে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির বিপক্ষে। সেই ম্যাচ জিতলে শীর্ষস্থান ধরেই রাখবে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। অন্যদিকে, গতকাল ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলেও আজ মুম্বাই সিটির জয়ের দরুন ফের তৃতীয় স্থানে নেমে যেতে হল মোহনবাগান দলকে।

উল্লেখ্য, আজ অ্যাওয়ে ম্যাচ খেলতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি।‌ শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় আকাশরা। মুম্বাই সিটি এফসির জার্সিতে গোল পান ভারতীয় তারকা লালিয়ানজুয়ালা ছাংতে এছাড়াও জোড়া গোল পান ইকার গুয়ারোটেক্সানা। অন্যদিকে পাঞ্জাব দলের জার্সিতে গোল পান যথাক্রমে‌ মাদিহ তালাল ও উইলমার জর্ডন গীল। এই জয় পাওয়ার দরুন ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ওডিশা এফসির সঙ্গে খানিকটা সমানে থাকলো মুম্বাই। তবে গোল পার্থক্যকে একটু এগিয়ে ওডিশা। অপরদিকে পাঞ্জাব এফসির ম্যাচ হারার দরুন কিছুটা হলেও বাড়তি সুবিধা পেল ইস্টবেঙ্গল থেকে শুরু করে বেঙ্গালুরু এফসির মত ক্লাবগুলি।

Advertisements

তবে বাকিদের থেকে এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে রয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান সুপারজায়ান্টস। আগামী ১০ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলার কথা সবুজ-মেরুনের। যদিও এই ম্যাচ হওয়া নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তবে পরবর্তী ম্যাচ জিততে পারলেই ফের দ্বিতীয় স্থানে উঠে আসবে মেরিনার্সরা।