বিনীত রাইকে বিদায় জানাল মুম্বাই সিটি এফসি, কোথায় যাবেন?

এবারের এই ফুটবল সিজনে মুম্বাই সিটি এফসির জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন বিনীত রাই (Vinit Rai)। মরশুম জুড়ে দলের অভূতপূর্ব পারফরম্যান্স করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই…

Mumbai City FC Says Goodbye to Vinit Rai

এবারের এই ফুটবল সিজনে মুম্বাই সিটি এফসির জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন বিনীত রাই (Vinit Rai)। মরশুম জুড়ে দলের অভূতপূর্ব পারফরম্যান্স করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। যখনই সুযোগ পেয়েছেন মাঠের মধ্যে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বছর ছাব্বিশের এই ভারতীয় ফুটবলার। আইএসেলের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ এবং ডুরান্ড কাপেও দলের হয়ে লড়াই করেছেন তিনি। কিন্তু এবছর অল্পের জন্য টুর্নামেন্টের শিল্ড হাতছাড়া হলেও আইএসএল ট্রফি জিতেছে মুম্বাইয়ের এই ফুটবল ক্লাব।

Mohun Bagan: এক ম্যাচে ৭ গোল করা ফুটবলারকে দলে নিল মোহনবাগান!

   

স্বাভাবিক ভাবেই এই ফুটবলারের দিকে নজর ছিল বেশ কিছু দলের। তাছাড়া চলতি মাসের শেষেই মুম্বাই সিটি এফসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছিল বিনীত রাইয়ের। যারফলে, তাকে পাওয়ার জন্য আসরে নামে একাধিক দাপুটে ফুটবল ক্লাব। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত নয় কোনো কিছু। এসবের মাঝেই নিজেদের এই ফুটবলারকে বিদায় জানালো রণবীর কাপুরের মুম্বাই সিটি।

Roy Krishna: ওডিশাতেই থাকতে পারেন রয় কৃষ্ণা !

আজ ঘন্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে ঘোষনা করা হয় সেই বিষয়টি। তাই নতুন সিজনে অন্যত্র যাওয়া নিশ্চিত এই তারকার। উল্লেখ্য, বিগত কয়েকদিনে নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছে এই ফুটবল ক্লাব। জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরি হোক কিংবা জ্যাকব।

কোথায় দেখা যাবে ভারত-কুয়েত ম্যাচ? জানুন

সময়ের সাথে সাথে দীর্ঘ হয়েছে সেই তালিকা। অর্থাৎ আগত ফুটবল মরশুমে একেবারে নতুন করে সেজে উঠবে পেট্রো ক্র্যাটকির এই ফুটবল ক্লাব। তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যতদূর খবর, বিনীত রাইকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নতুন দল পাঞ্জাব এফসি।