ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শেষ ম্যাচে চিমা চুকুদের জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ম্যাচের মাঝামাঝি সময় স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরোর করা গোলে এগিয়ে যায় জামশেদপুর। পরবর্তীতে তাদের তরফ থেকে আরও চাপ বাড়ানো হলেও দ্বিতীয়বার গোলের মুখ খোলা কোনভাবেই সম্ভব হয়নি। তবে এই এক গোলের ব্যবধানে ম্যাচ জয়ের ভাবনা থাকলেও সে আশা পূরণ হয়নি। ম্যাচের ঠিক শেষের দিকে ভারতীয় দলের ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতের করা গোলে সমতায় ফিরে আসে গতবারের লিগশিল্ড জয়ীরা। তারপর আর গোল পায়নি আকাশ মিশ্রারা।
এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হলেও বর্তমানে আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে পূর্বা লাচেনপার মুম্বাই সিটি। দ্বিতীয় স্থানে থেকে তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে সার্জিও লোবেরার ওডিশা এফসি। বর্তমানে এক পয়েন্টের নিরিখে পিছিয়ে রয়েছে এই ফুটবল দল। তারপরই রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস। যদিও প্রথম দুই দলের থেকে দুই ম্যাচ কম খেলে মাত্র ৩ পয়েন্টের পার্থক্য রয়েছে মেরিনার্সদের। ইস্টবেঙ্গল দলকে হারালেই ফের শিল্ডজয়ের দৌড়ে চলে আসবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।
FT: JFC 1⃣-1⃣ MCFC
A fiery contest at the furnace ends with #TheIslanders having to settle for a point. #JFCMCFC #ISL10 #AamchiCity 🔵 pic.twitter.com/grIWmKz3v6
— Mumbai City FC (@MumbaiCityFC) March 8, 2024
তবে জামশেদপুর ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েও খুশি নয় গতবারের লিগশিল্ড জয়ীরা। আসলে এবারের এই আইএসএলে নিয়ম ভঙ্গ করার অভিযোগ নিয়ে আয়োজক কমিটির কাছে অভিযোগ জানাতে চলেছে মুম্বাই সিটি ম্যানেজমেন্ট। নিয়ম অনুযায়ী, ম্যাচে অন্তত সাতজন করে দেশীয় ফুটবলার খেলাতে হয় প্রত্যেক দলকে। যদি এক্ষেত্রে কোনো দেশীয় ফুটবলার লাল কার্ড দেখে থাকেন। তাহলে পরিস্থিতি অন্য হতেই পারে। তবে এক্ষেত্রে দলের দাপুটে ফুটবলার চিমা চুকু ম্যাচ শেষের দিকে লাল কার্ড দেখেন। এমন পরিস্থিতিতে ভারতীয় তারকা ইমরান খানকে রিজার্ভে এনে বিদেশি ফুটবলার অ্যালেন স্টিভানোভিচকে প্রথম একাদশে নিয়ে আসেন জামশেদপুর কোচ। সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে উল্লেখ করতে পারে ক্লাব। তা সত্যি বলে প্রমাণিত হলে সেই ম্যাচের পুরো পয়েন্টের পাশাপাশি একাধিক গোল পেতে পারে রাহুল ভেকেরা।