Mumbai City FC: বড়সড় চমক দিয়ে চেন্নাইয়িন তারকাকে দলে টানল মুম্বই সিটি

El Khayati

গত ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে মুম্বই (Mumbai City FC)। টুর্নামেন্টের লিগশিল্ড জেতার দরুণ এফসি চ্যাম্পিয়ন লিগে সুযোগ করে নিয়েছে দল। পাশাপাশি আইএসএলের সেমিফাইনালে ও যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গিয়েছিল রনবীর কাপুরের এই টীমকে। যদিও শেষ পর্যন্ত সাডেন ডেথে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল দলকে। তবে দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি ছিল ম্যানেজমেন্ট। সেকারণে নিজেদের পুরোনো দলকে ধরে রেখেই নতুন মরশুম শুরুর ভাবনা নিয়েছিল মুম্বই সিটি।

সেকারনে গত কয়েকমাস আগেই দলের তারকা বিদেশি গ্ৰগ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি বাড়িয়েছে দল। নয়া মরশুমের জন্য এই তারকা ফুটবলারের কাছে কেরালা ব্লাস্টার্সের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত নিজের পুরোনো দলকেই বেছে নিয়েছেন তিনি। একইভাবে মুম্বাই তে থেকে গিয়েছেন দলের ভরসাযোগ্য গোলরক্ষক ফুর্বা লাচেনপা।

   

পরবর্তীতে যত সময় এগিয়েছে ক্রমশ বড় হয়েছে সেই তালিকা। দলের অধিনায়ক রাহুল ভেকের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার পর হিরো আইএসএল শুরুর কয়েকমাস আগেই আরও দুই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ায় মুম্বাই। যাদের মধ্যে একজন ছিলেন মেহতাব সিং ও অন্যজন আইয়ুষ চিকারা। তবে শুধু পরবর্তী সময় দলের কোচ বাকিংহ্যামের নির্দেশ অনুযায়ী বেশকিছু নয়া ফুটবলারদের দিকে নজর দেয় ম্যানেজমেন্ট।

সেইমতো চূড়ান্ত ও করা হয় তাদের। এবার সেই তালিকায় যুক্ত হলেন ডাচ তারকা আল খায়াতি। গত ফুটবল মরশুমে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসির হয়ে খেলেছিলেন এই তারকা ফুটবলার। তবে নয়া মরশুমের কথা মাথায় রেখে তাকে পেতে যথেষ্ট আগ্ৰহ দেখাতে শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। এমনকি একটা সময় দলের ক্ষেত্রে চূড়ান্ত ও হয়ে গিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে পরবর্তীতে লাল-হলুদের নয়া কোচ নির্বাচিত হওয়ার পর থেকে আর নাম শোনা যায়নি তার।

শেষ পর্যন্ত, দলবদলের বাজারের একেবারে শেষ লগ্নে এসে তাকে দলে টেনে চমক দিল মুম্বাই সিটি এফসি। যতদূর জানা গিয়েছে, একটি মরশুমের জন্য দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে এই তারকা ফুটবলারকে। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইটের আল খায়াতির যুক্ত হওয়ার কথা জানিয়ে দেয় মুম্বাই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন