দলের পারফরম্যান্স নিয়ে খুশি পেট্র ক্র্যাটকি, কী বললেন?

গত অ্যাওয়ে ম্যাচে পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। তারপর থেকে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি দেশের বানিজ্য…

Petr Kratky

গত অ্যাওয়ে ম্যাচে পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। তারপর থেকে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। বিশেষ করে গত হোম ম্যাচে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং গোটা ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছিল ইকের গ্যারেক্সোনা থেকে শুরু করে বোরহা হেরেরার মতো ফুটবলাররা। এবার সেই প্রভাবই যেন লক্ষ্য করা গেল হায়দরাবাদ ম্যাচে। গত বুধবার সন্ধ্যায় গাছিবাউলি স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা।

টুর্নামেন্টের দুর্বল এই দলের বিপক্ষে সহজ জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় আইএসএলের এই ম্যাচ। বলাবাহুল্য, গোটা ম্যাচ জুড়ে লালিয়ানজুয়ালা ছাংতে থেকে শুরু করে ব্র্যান্ডন ফার্নান্দেজরা গোলের একাধিক সুযোগ তৈরি করলেও সেটা সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। এমনকি পরবর্তীতে ভারতীয় তারকা বিপিন সিং মাঠে নেমে গোলের মুখ খোলার মরিয়া চেষ্টা চালালেও‌ হায়দরাবাদ দলের গোলরক্ষক আর্শদীপ সিংয়ের একক দক্ষতায় গোল দূর্গ অক্ষত থাকে নিজামের শহরের এই ফুটবল ক্লাবের।

   

এক্ষেত্রে দলের জয় না আসলেও দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ মুম্বাই সিটি এফসির কোচ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার মতে, আমরা খেলাটি জিতেছি। বিশেষ করে এমন একটি দলের বিরুদ্ধে আমরা লড়াই করেছি যারা বিগত কয়েক ম্যাচে একাধিক দলকে চাপে রেখেছিল। যদি হায়দরাবাদ এফসির সাম্প্রতিক পারফরম্যান্স দেখা হয় তাহলে সহজেই বোঝা যায় যে তাঁরা অনেক দলের জন্য চিন্তার কারণ থেকেছে। আমার মনে হয় না তাঁরা আমাদের সাথে এমন করেছে। আমরা ভালো ফুটবল খেলেছি, আমাদের কৌশল বাস্তবায়িত করেছি এবং সুযোগ তৈরি করেছি।”

তবে আমাদের ভুল ত্রুটি গুলো শুধরে নিতে হবে। দলের গোল না আসার বিষয় গুলির দিকে নজর দিতে হবে। মোহনবাগানের বিপক্ষে এই সমস্ত দিক খতিয়ে দেখেই আমরা মাঠে নামবো।