চমক বললেও কম বলা হয়। দল বদলের বাজার শুরু হওয়ার আগেই বড়সড় খবর দিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ইন্টার মিলানের প্রাক্তন ফরোয়ার্ডকে (Jakub Vojtuš) চূড়ান্ত করার পথে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম হেভিওয়েট এই ক্লাব।
সোমবার সকালে দল বদলের খবর দিয়েছে মুম্বাই সিটি এফসি। সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সম্ভাব্য এই দল বদলের খবর ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কার বদলে হাইপ্রোফাইল এই ফুটবলারকে ক্লাব নিয়ে আসতে চলেছে সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।
🚨 𝗖𝗟𝗨𝗕 𝗦𝗧𝗔𝗧𝗘𝗠𝗘𝗡𝗧 🚨
Mumbai City have agreed terms with Slovakian attacker, Jakub Vojtuš – signing to be concluded post medicals ✍️#MumbaiCity #AamchiCity 🔵 pic.twitter.com/FYxtv1SUD5
— Mumbai City FC (@MumbaiCityFC) March 18, 2024
কে এই Jakub Vojtuš?
৩০ বছর বয়সী স্লোভাকিয়ার এই ফরোয়ার্ড খেলেছেন বিশ্বের বহু ক্লাবে। ক্যারিয়ারের শুরু দিকে তিনি যুক্ত ছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব ইন্টার মিলানের সঙ্গে। ২০১২-১৩ মরসুমে ইন্টার মিলানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী মিলানের হয়ে কোনও ম্যাচ খেলেননি জাকুব।
পেশাদার ক্যারিয়ার জুড়ে অজস্র ক্লাবের হয়ে খেলেছেন। এখনও আন্তর্জাতিক ফুটবলে তিনি সক্রিয়। মুম্বাই সিটি এফসিতে যোগ দেওয়ার আগে রোমানিয়ার ক্লাবের হয়ে খেলছেন জাকুব। স্লোভাকিয়ার সিনিয়র দলের হয়ে কখনও না খেললেও বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন ধারাবাহিক ম্যাচ।