Al Hilal-Mumbai City FC: নেইমার না থাকায় আফশোস মুম্বাই ফুটবলারদের

Al Hilal-Mumbai City FC

আজ এএফসি কাপে ঘরের মাঠে আল হিলালের মুখোমুখি হতে চলেছে বাকিং হ্যামের মুম্বাই সিটি এফসি (Al Hilal-Mumbai City FC)। গত সেপ্টেম্বরে নাসাজির বিপক্ষে খেলতে নেমে এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজেদের লড়াই শুরু করেছে আইএসএল জয়ী এই ফুটবল দল। যদিও সেই ম্যাচে পরাজিত হতে হয় তাদের।

তারপর অক্টোবর মাসে অ্যাওয়ে ম্যাচে নাফবাহোর দলের বিপক্ষে খেলে এই ভারতীয় দল। সেখানেই পরাজয়ের মুখ দেখতে হয় তাদের। সেই ধারাই কিছুটা বজায় থাকে অক্টোবর মাসে আল হিলালের বিপক্ষে। তবে এবার ঘুরে দাড়ানোর লড়াই আইসল্যান্ডারদের। আজ সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে আল হিলালের সঙ্গে ফিরতি ম্যাচ খেলবে আপুইয়ারা।

   

তবে এই ম্যাচে নেইমার না থাকায় আফশোস দেখা দেখা দিয়েছে সকলের মধ্যে। বিশেষ করে মুম্বাই সিটির ফুটবলারদের মধ্যে। আসলে, নেইমার জুনিয়রের মতো ফুটবলারের বিপক্ষে খেলার সুযোগ হাতছাড়া করতে রাজি হবেন না কেউ। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। যারফলে, কিছুটা হলেও হতাশা রয়ে গিয়েছে সকলের মধ্যে। মুম্বাই সিটির ড্রেসিং রুমে কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে বারংবার।

আপুইয়ার কথায়, এএফসি কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে সুযোগ করে নেওয়া যেকোনো দলের কাছেই অত্যন্ত সন্মানের। তার মধ্যে যদি নেইমারের মতো ফুটবলার থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে পরিস্থিতি অনেক সময় বদলে দেয় সমস্ত কিছু। যার ফলে, এবার হাতছাড়া হচ্ছে সেই সুযোগ। সেই একই সুর শোনা যায় দলের অধিনায়ক রাহুল ভেকের গলায়।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই জাতীয় দল তথা ব্রাজিলের হয়ে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন নেইমার। বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী ৯ মাস মাঠের বাইরে থাকবেন এই তারকা। যা নিঃসন্দেহে হতাশ করেছে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন