প্রস্তুতি ম্যাচে জোড় ধাক্কা খেল মুম্বই সিটি এফসি

Mumbai City FC Faces Double Blow in Pre-Season Warm-Up Match

Advertisements

পেট্র ক্র্যাটকির তত্ত্বাবধানে এবার নতুন করে সেজে উঠেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। নতুন মরসুমের কথা মাথায় রেখে হাইপ্রোফাইল বিদেশিদের পাশাপাশি একাধিক ভারতীয় তরুণকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। তাঁদের সামনে রেখেই ইন্ডিয়ান সুপার লিগ শুরু করবে গত আইএসএল জয়ীরা।

কিন্তু তাঁর আগে গত জুলাই মাসে প্রাক মরসুম প্রস্তুতির জন্য থাইল্যান্ড উড়ে গিয়েছে গোটা দল। সেখানেই কোচের তত্ত্বাবধানে অনুশীলন চালাচ্ছেন ফুটবলাররা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানকার বেশকিছু ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের এই শক্তিশালী ফুটবল ক্লাবের।

Advertisements

সেইমতো থাই লিগের প্রথম ডিভিশনের ক্লাব ব্যাংকক ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লালিয়ানজুয়ালা ছাংতে’রা। সেখানেই জোর ধাক্কা। নির্ধারিত সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত হয় রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। যা নিয়ে কিছুটা হলেও হতাশ ক্র্যাটকি। কিন্তু এখানেই শেষ নয়।

জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো বেশকিছু শক্তিশালী দলের মুখোমুখি হবে মুম্বাই ব্রিগেড। সেখান থেকেই সাফল্য পাওয়ার লক্ষ্য মেহতাব সিংদের। তারপর আগামী ২৫শে আগস্ট ভারতে ফিরে এসে ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতি শুরু করে দেবে এই ফুটবল ক্লাব।