ক্র্যাটকি বনাম জামিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে কালিঙ্গতে উত্তেজনার মহারণ

Mumbai City FC vs Jamshedpur FC

কালিঙ্গ সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল—মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ও জামশেদপুর এফসি (Jamshedpur FC)। দুই দলই এবার শিরোপার খোঁজে নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত, আর তাই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) শেষ দুইবারের সাক্ষাতে জামশেদপুর এফসি মুম্বই সিটিকে হারিয়েছে, যা তাদের মানসিকভাবে কিছুটা এগিয়ে রাখছে। জামশেদপুরের কোচ খালিদ জামিল অবশ্য অতীত সাফল্যে ভরসা না করে বর্তমান ম্যাচের গুরুত্বের ওপরেই জোর দিচ্ছেন। তিনি জানিয়েছেন, “সুপার কাপের সেমিফাইনাল একটা বড় ম্যাচ। প্রতিপক্ষ ভালো দল, তাই জিততে হলে কঠোর পরিশ্রম করতে হবে।”

   

মুম্বই সিটি এফসির কাছে এই টুর্নামেন্টটা বেশ গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান সুপার লিগ প্লে-অফে বেঙ্গালুরুর কাছে ৫-০ ব্যবধানে পরাজয়ের পর দল একটা নতুন সূচনার অপেক্ষায় আছে। দলের কোচ পেত্র ক্র্যাটকি জানিয়েছেন, “আমরা প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা নিয়ে নামি। এই ট্রফিটা আমরা ক্লাব ও সমর্থকদের জন্য জিততে চাই।”

জামশেদপুরকে হুঙ্কার দিয়ে ‘বিস্ফোরক’ মুম্বই কোচ ক্র্যাটকি

এবারের সুপার কাপ জয়ীদের জন্য অপেক্ষা করছে এশিয়ান টুর্নামেন্টে খেলার সুযোগ। মুম্বই এর আগেও দুবার এই সুযোগ পেয়েছে, আর এবার তৃতীয়বারের মতো সেই দরজায় কড়া নাড়তে চলেছে তারা। অন্যদিকে, জামশেদপুর এখনও এশিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়নি, তাই এই সেমিফাইনাল জয় তাদের কাছে ঐতিহাসিক হতে পারে।

মুম্বই এবার পর্যন্ত দুটি ম্যাচে গোল না খেয়ে জিতেছে—চেন্নাইয়িন এফসিকে ৪-০ এবং ইন্টারকাশিকে ১-০ গোলে হারিয়েছে তারা। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই নামছে তারা জামশেদপুরের বিপক্ষে। জামশেদপুরও এখনও পর্যন্ত কোনো গোল খায়নি, ফলে ম্যাচটি হতে চলেছে দুই শক্তিশালী ডিফেন্সের লড়াই।

জামশেদপুরের কোচ খালিদ জামিল বলেন, “আমরা অতীতের কথা ভাবি না। এটা নতুন একটা চ্যালেঞ্জ, আর সেটাকে ইতিবাচকভাবে নিতে হবে। প্রতিটি ম্যাচে আমরা ভালো খেলার চেষ্টা করি।” তিনি দলের খেলোয়াড়দের প্রশংসা করে বলেছেন, “মাঝে আমাদের পারফরম্যান্স খারাপ ছিল, কিন্তু ছেলেরা সেটা থেকে শিক্ষা নিয়েছে এবং শেষদিকে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে।”

অপেক্ষা কয়েক মুহূর্তের, চোখ রাঙানিতে যুযুধান দুই পক্ষ! ফ্রীতে দেখবেন এই চ্যানেলে

মুম্বই কোচ পেত্র ক্র্যাটকি জানিয়েছেন, “জামশেদপুর একটা শক্তিশালী দল। তারা ISL-এ ভালো পারফরম্যান্স করেছে, আর সুপার কাপেও তারা দুর্দান্ত খেলছে। আমরা চেষ্টা করব তাদের সুযোগ তৈরি করতে না দেওয়ার। ডিফেন্স ভালো থাকলে এবং ছেলেরা নিজেদের কাজ ঠিকমতো করলে, আমি দলের ওপর আস্থা রাখি।”

জামশেদপুর এই নিয়ে টানা তৃতীয়বার সুপার কাপের সেমিফাইনালে উঠেছে, যদিও আগের দুইবারই তারা হেরেছে—২০২৩ সালে বেঙ্গালুরু এফসির কাছে ও ২০২৪ সালে ইস্ট বেঙ্গলের কাছে। তাই এবার তারা সেই ব্যর্থতার ঘায়ে ঘায়ে বদলা নিতে চায়।

এই ম্যাচ শুধু ট্রফি জয়ের লড়াই নয়, বরং সম্মান এবং নতুন ইতিহাস গড়ারও এক সুবর্ণ সুযোগ। জামশেদপুরের কাছে এটা তাদের প্রথম আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সম্ভাবনা, আর মুম্বই চাইছে ব্যর্থ মৌসুমে অন্তত একটি শিরোপা নিয়ে ঘরে ফিরতে। দুই দলই আত্মবিশ্বাসে টইটম্বুর। দুই দলেই আছে প্রতিভাবান খেলোয়াড় ও অভিজ্ঞ কোচ। তাই সেমিফাইনাল লড়াইটা এক উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচে পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleজামশেদপুরকে হুঙ্কার দিয়ে ‘বিস্ফোরক’ মুম্বই কোচ ক্র্যাটকি
Next articleভারত-পাক যুদ্ধ আবহে রাশিয়া সফর বাতিল মোদীর!
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।