Dimitrios Diamantakos: মুম্বাইয়ের নজরে ডায়মান্টাকোস, ছাড়বেন কেরালা?

Dimitrios Diamantakos

এবারের আইএসএল মরশুমে অনবদ্য পারফরম্যান্স থেকেছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের। অনায়াসেই তারা সুযোগ করে নিয়েছে টুর্নামেন্টের প্লে-অফে। গত মরশুমটা খুব একটা আরামদায়ক না হলেও এবছর দুরন্ত ছন্দে রয়েছে আদ্রিয়ান লুনারা। পিছিয়ে থেকেও দল জয় পেয়েছে একাধিক ম্যাচে। এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় ভূমিকা থেকেছে গ্ৰীক ফুটবলার দিমিত্রিয়স ডায়মান্টাকোসের (Dimitrios Diamantakos)। তার দৌলতে একাধিক ম্যাচে জয় পেয়েছে দল। এমনকি একটা সময় টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন এই ফুটবলার। স্বাভাবিকভাবেই তার দিকে নজর ছিল টুর্নামেন্টের প্রত্যেকটি ফুটবল দলের।

তবে হিসেবে অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। সেজন্য, আগামী মরশুমের কথা মাথায় রেখে এই দাপুটে ফুটবলারের সঙ্গে কথাবার্তা শুরু করে টুর্নামেন্টের একাধিক ফুটবল দল। যাদের মধ্যে সব থেকে বেশি উঠে এসেছে ইমামি ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির কথা।

   

তবে বাকিদের থেকে একটা সময় নাকি অনেকটাই এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। তবে পরবর্তীতে সেই সম্পর্কিত কোনো কিছুই প্রকাশ্যে আসেনি আর। কিন্তু পরবর্তীতে নাকি এই দাপুটে ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেরালা ব্লাস্টার্স। যারফলে, অনেকেই মনে করেছিলেন যে আগামী মরশুমে ও হয়ত নিজের পুরোনো ক্লাবেই থাকবেন এই বিদেশি ফুটবলার।

তবে যতদূর খবর, এখনো পর্যন্ত নাকি কেরালার সঙ্গে চুক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে সক্রিয়তা দেখাননি ডায়মান্টাকোস। যারফলে, তাকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি সত্যি দল ছাড়বেন এই দাপুটে ফরোয়ার্ড? তা এখনো চূড়ান্ত নয়। এমন পরিস্থিতিতে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে নাকি আসরে নেমেছে রানবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। তার সঙ্গে কথাবার্তা ও নাকি বেশ খানিকটা এগিয়ে নিয়ে গিয়েছে গতবারের শিল্ড জয়ীরা। শেষ পর্যন্ত আদৌ তিনি মুম্বাইতে সাইন করেন কিনা তার উত্তর খুঁজছে সকলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন