গতকাল দুপুরে নিজের সোশ্যাল সাইট থেকে দল ছাড়ার কথা জানিয়েছিলেন দিমিত্রিওস ডায়মান্টাকোস। অর্থাৎ আগামী মরশুমে আর তাকে খেলতে দেখা যাবে না দক্ষিণের দাপুটে ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সে। তারপর থেকে সময় যত এগিয়েছে এই ফুটবলারের দিকে নজর বেড়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের।
উল্লেখ্য, এই আইএসএল ফুটবল সিজনে সকলকে টেক্কা দিয়ে গোল্ডেন বুট জয় করেছেন এই ফুটবলার। অনায়াসেই তিনি পিছনে ফেলে দিয়েছেন রয় কৃষ্ণা থেকে শুরু করে দিয়াগো মরিসিও এবং জেসন কামিন্সদের। তাই নতুন মরশুমে এই ফুটবলারকে দলে নেওয়ার জন্য অনেক আগে থেকেই কথাবার্তা শুরু করে দিয়েছিল বেশ কিছু ফুটবল ক্লাব।
তবে সময়ের সাথে সাথে এই ফুটবলারকে পেতে এগিয়ে থাকে এবারের আইএসএল জয়ী ক্লাব মুম্বাই সিটি এফসি এবং ইমামি ইস্টবেঙ্গল। শোনা যেতে থাকে, ডায়মান্টাকোসকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। সব ঠিকঠাক থাকলে নাকি
আসন্ন দুইটি ফুটবল মরশুমের জন্য তার সঙ্গে চুক্তি করতে পারে ইমামি ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এই সিজনে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ শিবির। তাই নতুন মরশুমে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে কলকাতার এই ফুটবল ক্লাব। সবকিছু মাথায় রেখেই শক্তিশালী দল তৈরি করা এখন একমাত্র লক্ষ্য তাদের।
অন্যদিকে, এই ফুটবলারকে পাওয়ার জন্য অনেক আগে থেকেই মুম্বাই সিটি লড়াইয়ে থাকলেও এবার হয়তো বিকল্প খুঁজছে ম্যানেজমেন্ট। বিশেষ সূত্র মারফত খবর, দিমিত্রিওস ডায়মান্টাকোসের বদলে নিজেদের সিটি গ্রুপের অন্তর্গত ফুটবল ক্লাব গুলি থেকে আগামী মরশুমের ফরোয়ার্ড নির্ধারণ করতে চলেছে মুম্বাই সিটি।
বলাবাহুল্য, এই সময় দাঁড়িয়ে সিটি গ্রুপের অন্তর্গত একাধিক ফুটবল ক্লাব ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। যাদের মধ্যে রয়েছে মেলবোর্ন সিটি থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি, নিউইয়র্ক সিটি সহ মন্টাভিডিও সিটির মতো আরো একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে দিমিত্রিওস ডায়মান্টাকোসকে ভুলে নয়া ফরোয়ার্ডকে দলে টানতে পারে মুম্বাই ম্যানেজমেন্ট।