গত শনিবার থেকে ফের শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের নক আউট পর্ব। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছে শক্তিশালী জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির সঙ্গে। প্রথম থেকেই মুম্বাই দলকে আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা গেলেও পরবর্তীতে সময় এগোনোর সঙ্গে সঙ্গেই ব্যবধান বাড়াতে থাকে সুনীল ব্রিগেড। শেষ পর্যন্ত পাঁচটি গোলের ব্যবধানে আসে জয়। যা কিছুতেই মেনে নিতে পারছেন না মুম্বাই সিটি এফসির কিরঘিজ কোচ পেট্র ক্র্যাটকি (Petr Kratky)। আসলে সপ্তাহ কয়েক আগে এই দলের বিপক্ষে সহজ জয় আসলেও তাঁদের বিপক্ষে লড়াইটা যে এতটা কঠিন হবে তা ভাবতে পারেননি কেউই।
Also Read | নয়া সিজন নিয়ে এবার মুখ খুললেন জন টোরাল
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুম্বাই সিটি এফসির কোচ বলেন, ” সবকিছু ভুল হতেই পারে; এটাই স্বাভাবিক। কিন্তু আবারও বলছি, আমাদের নিজেদের দিক থেকে ঠিক হতে হবে। অন্য কোথাও, খেলোয়াড়, কর্মী এবং সকলের উপর আঙুল তোলা উচিত নয়। আমাদের নিজেদের মধ্যেই শুরু করতে হবে। এটাই মূল বিষয়। আমরা আজ থেকেই এগিয়ে যাওয়ার জন্য শুরু করছি। তাই, আত্ম-প্রতিফলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে আমাদের ও যথেষ্ট সচেতন হতে হবে। তবে প্রথমার্ধে যে বাড়তি অক্সিজেন পেয়েছিল বেঙ্গালুরু এফসি সেটাই বলেন ক্র্যাটকি।
Also Read | ছেত্রী কাঁটায় আটকে প্লে-অফ থেকে বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
তাঁর কথায়, ” আমার মনে হয় হাফটাইম বার্তাটি স্পষ্ট ছিল কারণ আমরা পেনাল্টি এবং প্রথম গোলের পরে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিলাম। ইনজুরির কারণে আমরা ১০ জন খেলোয়াড় নিয়ে অনেক সময় খেলি.. আমরা পুনরায় সংগঠিত হওয়ার এবং লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি কারণ, দিনের শেষে এটাই গুরুত্ব রাখে। এটি প্রচেষ্টা, অন্য কিছু নয়। তাই আমরা বেঙ্গালুরু এফসিকে থামাতে কৌশলগতভাবে তাদের সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু আবার, তৃতীয় গোল, সব বদলে দিয়েছে।”
তবে ইন্ডিয়ান সুপার লিগ থেকে দল ছিটকে গেলেও আসন্ন কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দিতে মরিয়া লালিয়ানজুয়ালা ছাংতেরা। এখন সেইভাবেই নিজেদের প্রস্তুত করতে চান দলের সকল ফুটবলাররা।