পাঞ্জাবকে রুখে দিয়ে কী বললেন ক্র্যাটকি? জানুন

গত বৃহস্পতিবার আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শঙ্করলাল চক্রবর্তীর পাঞ্জাব এফসির সঙ্গে। পূর্ন…

Mumbai City FC Coach Petr Kratky

short-samachar

গত বৃহস্পতিবার আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শঙ্করলাল চক্রবর্তীর পাঞ্জাব এফসির সঙ্গে। পূর্ন সময়ের শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ।‌ ঘরের মাঠে এগিয়ে থেকেও আটকে যেতে হয় লুকা মাজসেনদের। সেই নিয়ে যথেষ্ট হতাশ আজমির সুলজিকরা। আসলে এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের আরও অনেকটাই উপরে চলে আসতে পারত পাঞ্জাব এফসি। কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং আইএসএলের অষ্টম স্থানে থেকেই সুপার সিক্সের জন্য লড়াই‌ করছে এই ফুটবল ক্লাব।

   

অপরদিকে পিছিয়ে থেকেও যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা গিয়েছিল জন তোরাল থেকে শুরু করে বিপিন সিংদের। প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে পাঞ্জাব এফসি এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের প্রায় ষাট মিনিটের মাথায় ভ্যান নিফের বাড়ানো বল থেকে পাঞ্জাব রক্ষণে ঢুকে দুরপাল্লার শট নেন নিকোলাওস কারেলিস। যার কোনও জবাব ছিলনা প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাছে। যারফলে অনায়াসেই সমতায় ফিরে আসে মুম্বাই। পরবর্তীতে আরও একাধিকবার আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা গিয়েছিল মুম্বাই সিটিকে। কিন্তু কোনও রকমে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় পাঞ্জাব ডিফেন্ডার।

তবে দলের এদিনের পারফরম্যান্সে যথেষ্ট খুশি মুম্বাই সিটি কোচ পেট্র ক্র্যাটকি। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” “আমি বিশ্বাস করি আমরা ভিন্ন দিকে যাচ্ছি, আমার মনে হয় আমাদের ছেলেরা নিজেদের পুরনো ছন্দে ফেরাতে শুরু করে দিয়েছে। গত কয়েক ম্যাচে ঘরের মাঠে আমাদের বেশ কিছু খারাপ পারফরম্যান্স হয়েছে, কিন্তু আমাদের দল খুব একটা দুর্বল নয়। আমি আজ দলের সকলের জন্য খুব গর্বিত। কারণ তাঁরা মনোবল দেখিয়েছে। তাছাড়া পিছিয়ে থাকা ম্যাচে ফিরে আসা যথেষ্ট কঠিন ব্যাপার।”

পাশাপাশি আগামী ম্যাচ গুলিতে ও দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী এই বিদেশি কোচ। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আশা রাখি সিজনের শেষটা আমাদের যথেষ্ট ভালো হবে। আমার মতে আজ আমরা খুব ভালো খেলেছি। সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এখন ম্যাচ বাই ম্যাচ আমরা এগোতে চাই।‌ এখন কে আছে কে নেই সেই নিয়ে আমরা ভাবতে চাই না। পরবর্তীতে ম্যাচ গুলিতে ও আমাদের ছেলেরা পুরো পয়েন্ট সংগ্রহ করার চেষ্টা করবে।”