আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারী মার্চ মাস নাগাদ বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আসর। আর এই আসর বসতে চলেছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে! সারা বিশ্বের সমস্ত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে আসতে চাইলেও ভারতে কি পাকিস্তানে যাবে ? নাকি আবার কোনও কূটনীতিক চালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে প্রতিবেশী অন্য কোনও দেশে ? অন্তত ইতিহাসের পাতা খুললে তাই চোখে পড়ে। গত বছরই এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যেতে চাইনি ভারত,তাই খেলার জায়গা পরিবর্তন হয়েছিল। আসর বসেছিল শ্রীলঙ্কার মাটিতে।
তাই এহেন চালাকির চেষ্টা যেন না করে জয় শাহর বোর্ড, সেই ব্যাপারেই সতর্ক থাকছে পাক বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে আগামী সপ্তাহে দুবাইয়ে আইসিসির এগজিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা তুলবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মউসিন নকভি। ভারত সে দেশে খেলতে যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। সেই কারণে, আইসিসির কাছে পাকিস্তান আবেদন করবে যাতে ভারতীয় বোর্ড নিশ্চিত করে বিষয়টি তাঁদের জানায়।
আরও জানা গিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সমস্ত খেলোড়ায়দের সুরক্ষার বিষয়টি ভালভাবে নিশ্চিত করবে এবং আইসিসিকে পুরো খুঁটিনাটি জানাবে। শুধু তাই নয় বিসিসিআই-এর প্রতিনিধিদের জানানো হবে যে তাঁরা যেন সেই দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারে যায়।
প্রসঙ্গত ২০০৮ সালের পর আর পাকিস্তানে খেলতে আসেনি ভারত। মূলত রাজনৈতিক ডামাডোলে এবং কূটনৈতিক চাপে বারেবারে পরাস্ত হয়েছে পাকিস্তান, এবার দেখার বিষয় ভারত আদেও ওই দেশে খেলতে যাবে নাকি আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে অন্য দেশে সেটার বিষয়।