IPL 2024: চলতি বছর আইপিএলে ঋষভ পন্থের খেলার সম্ভাবনা বাড়ছে

আর মাত্র কিছুদিন পরে আইপিএলের (IPL 2024) আসর বসতে চলেছে। আর সবার কিন্তু নজর রয়েছে ঋষভ পন্থের দিকে। ভারতীয় তারকা ব্যাটার দীর্ঘদিন ধরে মাঠের বাইরে,…

Ricky Ponting, Rishabh Pant

আর মাত্র কিছুদিন পরে আইপিএলের (IPL 2024) আসর বসতে চলেছে। আর সবার কিন্তু নজর রয়েছে ঋষভ পন্থের দিকে। ভারতীয় তারকা ব্যাটার দীর্ঘদিন ধরে মাঠের বাইরে, প্রসঙ্গত ২০২২ সালে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর থেকে তিনি বাইশ গজের বাইরে। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে তাঁকে নিয়ে আশাবাদী দিল্লি ক্যাপিটলস দলের কোচ রিকি পন্টিং।

এইবার আইপিএল শুরু ২২শে মার্চ থেকে। আর তাঁর পরদিন ২৩শে মার্চ পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই কি ফিরতে চলেছেন ঋষভ পন্থ ? তিনিই কি আবার আবার নেতৃত্ব দেবেন দলকে?

একটি সাক্ষাৎকারে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পণ্টিং জানিয়েছেন যে, ”শেষ কয়েক সপ্তাহে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছে, যেটা আমাদের জন্য সুখবর। পন্থ আআব্র ফিটনেস ফিরে পেতে যে কী পরিমাণ কসরত করছে, সেটা আমি জানি। কিপিং করেছে, ফিল্ডিং করেছে আর ব্যাটিং করা নিয়ে এখনও কোনও সমস্যা হচ্ছে না ওর। এক সময় সত্যিই আমরা এ বারের আইপিএলেও ওকে পাব কি না, সেই নিয়ে উদ্বিগ্ন ছিলাম।” এক্তু থেমে তিনি আরও জানালেন যে, ” ওর না থাকাটা গত মরশুমে আমাদের জন্য বিরাট বড় ধাক্কা ছিল। শেষ ১২-১৪ মাসে ওকে যা কিছুর সম্মুখীন হতে হয়েছে, তা যে কতটা কঠিন, আমরা কল্পনাও করতে পারব না।”

তিনি আরও বলেন যে, ” আমাদের সামনে এক বড় সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে। সে খেলার মত অবস্থায় থাকলে তো সরাসরি অধিনায়কের দায়িত্ব সামলাবে। তবে ফিট না হলে ওকে ভিন্নভাবে আমাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।”

তবে এখন ঋষভ পন্থ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসাধীন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র না পাওয়া অবধি কিছু বলা যাচ্ছে না। দেখার বিষয় তিনি কি আদেও পুরোপুরি ফিট নাকি এখনও কিছুতা সময় অপেক্ষা করতে হবে ?