Monday, December 8, 2025
HomeSports NewsMS 007: জেমস বন্ডের ভূমিকায় ধোনি!

MS 007: জেমস বন্ডের ভূমিকায় ধোনি!

- Advertisement -

মাহি হ্যায় তো মুমকিন হ্যায়- মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni ) নিয়ে এমন কথা প্রচলিত রয়েছে। বয়স যত বাড়ছে মাহি যেন হয়ে উঠছেন আরও গ্লামারাস। এবার তিনি ০০৭-এ।

জেমস বন্ডের সঙ্গে ০০৭ সংখ্যা জড়িত। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি এই সংখ্যার সঙ্গে যুক্ত করেছেন নিজেকে। এরপর অনেকে মজা করে বলতে শুরু করেছেন, মহেন্দ্র সিং ধোনি কি এবার তাহলে জেমস বন্ডের অবতারে? আসলে ব্যাপারটা অন্যরকম। ধোনির গাড়ি প্রীতি সকলের জানা। সম্প্রতি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে। ধোনিকে দেখা গিয়েছে বহু আলোচিত মার্সিডিজ জি ক্লাস গাড়িতে। অল ব্ল্যাক থিমের গাড়ি। গাড়ির নম্বর প্লেটে লেখা ০০৭। এভাবেই ধোনির সঙ্গে যুক্ত হয়ে গেল বন্ড খ্যাত সংখ্যা ০০৭।

   

মহেন্দ্র সিং ধোনি সিনেমায় নামলে অবশ্য তার ভক্তরা অখুশি হবেন না। হয়তো খুশি হবেন অনেকে। দেখলে বোঝার উপায় নেই ভদ্রলোকের বয়স চল্লিশ পেরিয়েছে। আবার বড় চুল রাখতে শুরু করেছেন। সঙ্গে সেই পার্সোনালিটি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেন, ধোনি চাইলেই এবার বড় পর্দায় কাজ শুরু করতে পারেন।

রুপোলি পর্দায় ধোনিকে দেখা যাবে কি না সেটা বলবে অদূর ভবিষ্যত। তাছাড়া কি বা দরকার? তিনি এমনিতেও নায়ক। ওডিআই বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপের মতো প্রধান আইসিসি ট্রফি জিতেছিলেন দেশের হয়ে। ভারতের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে অবিসংবাদী নায়ক হিসেবে সর্বদা বিরাজ করবেন মহেন্দ্র সিং ধোনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular