সুপার কাপ নিয়ে কী বলছেন এআইএফএফ সভাপতি? জানুন

নতুন বছরের প্রথম মাস থেকেই শুরু হতে চলেছে সুপার কাপের (Super Cup) নতুন মরশুম। প্রত্যেক বছরের মতো এবারও সেখানে অংশ নেবে দেশের সেরা ফুটবল ক্লাব…

Kalyan Chaubey

নতুন বছরের প্রথম মাস থেকেই শুরু হতে চলেছে সুপার কাপের (Super Cup) নতুন মরশুম। প্রত্যেক বছরের মতো এবারও সেখানে অংশ নেবে দেশের সেরা ফুটবল ক্লাব গুলি। ইন্ডিয়ান সুপার লিগের সাথে আইলিগের দলগুলিকে ও এবার খেলতে দেখা যাবে। তবে সেক্ষেত্রে কোয়ালিফায়ার ম্যাচ জিতে টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে হবে তাদের।

আগামী ৯ই জানুয়ারি থেকে শুরু করে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই ফুটবল টুর্নামেন্ট। গতবার শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ওডিশা এফসি এই ফুটবল টুর্নামেন্ট জিততে সক্ষম হলেও এবারের লড়াই যে যথেষ্ট কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, ওডিশার দুইটি স্টেডিয়ামে আয়োজিত হবে এই টুর্নামেন্টের প্রত্যেকটি ফুটবল ম্যাচ।

তাই সবদিক মাথায় রেখেই চারটি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। সেই অনুপাতে মাথা পিছু তিনটি করে ম্যাচ পাবে সবকটি ফুটবল দল। তারপর পয়েন্টের ভিত্তিতে প্রত্যেকটি গ্রুপের প্রথমে স্থান করে নেওয়া দলগুলিকে খেলতে দেখা যাবে টুর্নামেন্টের সেমিফাইনালে। এক্ষেত্রে গ্রুপ পর্যায়ের প্রত্যেকটি দলকে একটি করে ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যে। অর্থাৎ দ্বিতীয় লেগের কোনো ব্যবস্থা থাকছে না। তাই লড়াই যে আরও রোমাঞ্চকর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে আইএসএল ও আইলিগের মতো টুর্নামেন্ট নিয়ে প্রত্যেকটি দল ব্যস্ত থাকলেও সুপার কাপের জন্য অধীর আগ্ৰহ নিয়ে অপেক্ষা করে রয়েছে সকলে।

এই প্রসঙ্গে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, আমরা এবছর সুপার কাপের মতো ফুটবল টুর্নামেন্টকে আরও বড় করে আয়োজিত করার পরিকল্পনা নিয়েছি। বলতে গেলে দেশের ডোমেস্টিক ফুটবলের জন্য এটি যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখতে চলেছে। এক্ষেত্রে কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের মতো টুর্নামেন্ট আয়োজন যথেষ্ট প্রভাব বিস্তার করতে চলেছে। এমনটাই আশা করছেন তিনি।