টিম ইন্ডিয়ায় নয়া বোলিং কোচ, দায়িত্বে এই তারকা ক্রিকেটার

ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে যোগ দিলেন মর্নি মর্কেল (Morne Morkel)। গত কয়েকদিন ধরেই তাঁর নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। ইতিপূর্বে আইপিএল টুর্নামেন্টে গৌতম…

Indian Cricket Team

ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে যোগ দিলেন মর্নি মর্কেল (Morne Morkel)। গত কয়েকদিন ধরেই তাঁর নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। ইতিপূর্বে আইপিএল টুর্নামেন্টে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন মর্কেল। বাংলাদেশের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজেই তাঁর কার্যকালের মেয়াদ শুরু হয়ে যাবে।

ধ্বংসের মুখে বাবর সাম্রাজ্য, রোহিত ধামাকায় মজে ক্রিকেট বিশ্ব

   

পাকিস্তান ক্রিকেট দলের কোচিং করিয়েছিলেন মর্কেল
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান ক্রিকেট দলের কোচ ছিলেন মর্নি মর্কেল। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল একেবারে ভালো পারফরম্য়ান্স করতে পারেনি। এমনকী, বাবর আজমের দল সেমি ফাইনালের যোগ্যতাও অর্জন করতে পারেননি। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপে নামিবিয়া ক্রিকেট দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত ছিলেন। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত SA20 লিগেও তিনি ডারবান সুপার জায়ান্টকে কোচিং করিয়েছেন।

আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স
মর্নি মর্কেল ৮৬টি টেস্ট ম্য়াচে মোট ৩০৯টি উইকেট শিকার করেছেন। ইতিমধ্যে তাঁর বোলিং গড় ছিল ২৭.৬৬। তাঁর সেরা পারফরম্য়ান্স ২৩ রানে ৬ উইকেট। পাশাপাশি আটবার তিনি এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন। এবার তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ার নিয়ে আলোচনা করা যাক। ১১৭ ম্যাচে তিনি মোট ১৮৮ উইকেট শিকার করেছিলেন। ইতিমধ্যে তাঁর বোলিং গড় ছিল ২৫.৩২। পাশাপাশি তিনি ৪৪টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে ৪৭ উইকেট শিকার করেছেন।

পাকিস্তানের স্বাধীনতা দিবস সচিনের জন্যও বিশেষ! জানুন কেন

গম্ভীরের সঙ্গে পুরনো সম্পর্ক
আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছিলেন মর্নি মর্কেল। তিনি লখনউ সুপার জায়ান্টের বোলিং কোচ ছিলেন। গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন, সেই দলে মর্কেলও খেলতেন। ২০১৮ সালে আইপিএল টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করার পর মর্নি মর্কেল কোচিংকে কেরিয়ার হিসেবে গ্রহণ করেন।