East Bengal: বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলের বড় সিদ্ধান্ত!

১৩ তারিখ মোহনবাগান সুপার জায়ান্ট-ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) এফসি ম্যাচ। তার আগে দুই দলই প্রস্তুতি নিয়ে রাখছে। এরই মধ্যে ইস্টবেঙ্গলকে নিয়ে এল বড়…

East Bengal CFL 2024

১৩ তারিখ মোহনবাগান সুপার জায়ান্ট-ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) এফসি ম্যাচ। তার আগে দুই দলই প্রস্তুতি নিয়ে রাখছে। এরই মধ্যে ইস্টবেঙ্গলকে নিয়ে এল বড় আপডেট। কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানজেমেন্ট। ইস্টবেঙ্গলের সিএফএল স্কোয়াডে রেজিস্টার করা হয়েছে আরও একাধিক সিনিয়র ফুটবলারের নাম।

Anwar Ali Transfer News: আনোয়ার আলি ইস্টবেঙ্গলে?

   

সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, কলকাতা ফুটবল লিগে আসন্ন ডার্বির আগে ভিপি সুহের, দেবজিৎ মজুমদারের মতো অভিজ্ঞ ফুটবলারদের স্কোয়াডের সঙ্গে যুক্ত করেছেন লাল হলুদ কর্তারা। এছাড়া ডেভিড লালহ্লানসাঙ্গা , পিভি বিষ্ণুদেরও সিএফএল স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।

কলকাতা ফুটবল লিগকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইমামি-ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের শুরু থেকেই জয়ের সরণিতে রয়েছে মশাল বাহিনী। পরপর ম্যাচে এসেছে জয়। অন্য দিকে মোহনবাগান সুপার জায়ান্টকে এখনও পর্যন্ত পরিচিত ফর্মে দেখা যায়নি। এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়েছে বাগান। বড় ম্যাচের আগে দুই দলের পারফরম্যান্স দুই মেরুতে। মোহনবাগান চাইবে বড় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে। ইস্টবেঙ্গল চাইবেন মোমেন্টাম ধরে রাখতে।

 

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল উঠতি ফুটবলারদের পাশাপাশি একাধিক সিনিয়র ফুটবলারকে খেলাচ্ছে। সার্থক গোলুই, হীরা মন্ডলের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও রয়েছে স্কোয়াডের সঙ্গে। তন্ময় ঘোষ, তন্ময় দাস, সুব্রত মুর্মুরাও নজর কাড়ছেন। পরিবর্ত ফুটবলার হিসেবে বিজয় মুর্মু, চাকু মান্ডিদের পরোক্ষ করে নিচ্ছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ।

চারটি ক্লিনশিট, মোহনবাগানে কেমন ছিল আনোয়ারের পারফরম্যান্স?

গোলের মধ্যে রয়েছে সায়ন ব্যানার্জী। নজর কেড়েছেন লাল হলুদের একাধিক উঠতি ফুটবলার। তাঁদের সঙ্গে সুহের, দেবজিৎদের যুক্ত করতে ইস্টবেঙ্গলের সিএফএল স্কোয়াড যে আরও মজবুত হবে সেটা বলার অপেক্ষা রাখে না। অন্য দিকে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের রিজার্ভ দলের ওপরেই আস্থা রাখছে।