East Bengal: জোরাল হচ্ছে আদানির সম্ভাবনা, তাঁবুর রাস্তায় আরও দুই সিমেন্ট কোম্পানি

একের পর এক নাম। শেষ পর্যন্ত কে হবে ইসবেঙ্গলের (East Bengal) ইনভেস্টর এ ব্যাপারে চরমে পৌঁছচ্ছে উৎকণ্ঠা। ক্রমশ জোরাল হচ্ছে আদানি (Adani) গ্রুপের নাম। দৌড়ে…

East Bengal: জোরাল হচ্ছে আদানির সম্ভাবনা, তাঁবুর রাস্তায় আরও দুই সিমেন্ট কোম্পানি

একের পর এক নাম। শেষ পর্যন্ত কে হবে ইসবেঙ্গলের (East Bengal) ইনভেস্টর এ ব্যাপারে চরমে পৌঁছচ্ছে উৎকণ্ঠা। ক্রমশ জোরাল হচ্ছে আদানি (Adani) গ্রুপের নাম। দৌড়ে রয়েছে আরও এক সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানি। 

সূত্রের খবর, ইস্টবেঙ্গলের সম্ভাব্য ইনভেস্টর হিসেবে ফের শোনা যাচ্ছে আদানি গ্রুপের নাম। সেই সঙ্গে রাশমি (Rashmi Cement) সিমেন্টের সঙ্গেও কথাবার্তা হয়েছে বলে খবর। মনে করা হচ্ছে রাশমি সিমেন্টের সঙ্গে আলোচনা আপাতত ইতিবাচক।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, লাল-হলুদ শিবিরের ইনভেস্টর হওয়ার দৌড়ে কিঞ্চিৎ এগিয়ে রয়েছে রাশমি সিমেন্ট। রেশমিকা, আদানি ছাড়াও ক্লাবের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে স্টার সিমেন্টের (Star Cement) নাম। এই কোম্পানির সঙ্গেও প্রাথমিক কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisements

এখনও পর্যন্ত যা ছবি তাতে মরশুম শেষ হওয়ার আগেই বাজার গরম ইস্টবেঙ্গল চর্চায়। কর্তারা হন্যে হয়ে বিনিয়োগকারী খুঁজছেন বলে মনে করছেন কলকাতা ময়দানের অনেকে। বৃহস্পতিবার ক্লাবে আসছেন বাংলাদেশের এক বিশিষ্ট অতিথি। যিনি প্রসিদ্ধ বসুন্ধরা (Basundhara) গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর।