Home Sports News East Bengal : লাল-হলুদে এসে পৌঁছতে পারে এক ঝাঁক ‘ বিদেশি ‘...

East Bengal : লাল-হলুদে এসে পৌঁছতে পারে এক ঝাঁক ‘ বিদেশি ‘ সংবাদ

East Bengal Club recent drama

আসতে পারে খবরের জোয়ার। ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা পরপর পেতে পারেন আরও কিছু সই সংবাদ। বলা বাহুল্য, বিদেশি ফুটবলারের সই সংবাদ। 

Advertisements

ডুরান্ড কাপের দিন যতো এগিয়ে আসছে, ইস্টবেঙ্গলের দল গোছানো নিয়ে জল্পনা ততই বৃদ্ধি পাচ্ছে। কারণ, স্কোয়াডে প্রয়োজন আরও একাধিক ভালো মানের ফুটবলার। সঙ্গে বিদেশি খেলোয়াড়। আগামী দিনে কারা লাল হলুদ জার্সি পরবেন সে ব্যাপারে ময়দানে আলোচনা চলছে ক্রমাগত। 

   

কিছু দিন আগেই জানা গিয়েছিল ইভান গঞ্জালেস ভিসার জন্য আবেদন করেছেন। শোনা যাচ্ছে যে তিনি ১৫ আগস্টের পর কলকাতায় এসে পৌঁছতে পারেন। সেই সঙ্গে আগামী সপ্তাহে আরও কিছু আপডেট মিলতে পারে। 

ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ, ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন নিজের পছন্দের বিদেশি ফুটবলারের একটা তালিকা প্রস্তুত করেছেন। এবং ক্লাবকে সেটা জানিয়েছেন। তালিকায় সাইপ্রাসের কোনো ফুটবলারের নাম থাকতে পারে। এ ব্যাপারেও আরও বিস্তারিত নতুন সপ্তাহে জানা যেতে পারে।

Advertisements