সম্ভাবনা সত্যি হল। জানা গিয়েছে, সন্তোষ ট্রফি টুর্নামেন্টের বাংলা দলের অধিনায়ক রাজি হয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) প্রস্তাবে। ফলে আগামী মরশুমে মনোতোষ চাকলাদারকে (Monotosh Chakladar) দেখা যেতে পারে লাল হলুদ জার্সিতে।
বাংলার সন্তোষ ট্রফি দলের একাধিক ফুটবলারকে ইতিপূর্বে চুড়ান্ত করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। অধিনায়ক মনোতোষ চাকলাদারকে নিয়েও আলোচনা চলছিল সমর্থকদের মধ্যে। অনেকে অনুমানও করেছিলেন তাঁকে অচিরেই স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হবে। তাই ক্লাবের প্রস্তাবে মনোতোষ চাকলাদার রাজি হওয়ার খবরে অনেকেই বিস্মিত নিন।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠান ছিল ইস্টবেঙ্গল তাঁবুতে। সেখানে উপস্থিত ছিল বাংলার সন্তোষ ট্রফি দল। ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ ময়দানের এই ঝাঁক প্রাক্তন ফুটবলার।
সেই অনুষ্ঠানে গোটা বাংলা দলকে আগামী মরশুমে নিজেদের দলে খেলার খোলা প্রস্তাব দিয়েছিলেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার। দেবব্রত সরকার অনুষ্ঠান মঞ্চ থেকে বলেছেন, “এই দলের সব ফুটবলারদের ইস্টবেঙ্গল ক্লাব থেকে খোলা প্রস্তাব রইল আগামী মরশুমের জন্য। যদি তারা এই ক্লাবে খেলতে চায়। তাহলে তাদের জন্য দরজা খোলা।” অতীতে কোনোদিন এইরকমভাবে গোটা দলকে খোলা প্রস্তাব দেয়নি ময়দানের বড় কোনো ক্লাব।