১৪ ম্যাচে মাত্র ৩ গোল হজম করেছিল মোহনবাগানকে রুখে দেওয়া মইদুল

    কলকাতা: মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টি সেভ করে বাংলার ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন মইদুল কয়াল (Moidul Kayal)। ফারদিন আলি মোল্লার শট রুখে দিয়েছিলেন তিনি। ক্যালকাটা পুলিশ…

Moidul Kayal

short-samachar

   

কলকাতা: মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টি সেভ করে বাংলার ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন মইদুল কয়াল (Moidul Kayal)। ফারদিন আলি মোল্লার শট রুখে দিয়েছিলেন তিনি। ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধেও জিততে পারেনি বাগান। ম্যাচ হয়েছিল ড্র। কলকাতার বড় দলের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল পুলিশ। মইদুল পেনাল্টি সেভ না করলে স্কোরলাইন অন্য কিছু হতে পারতো।

কে এই মইদুল কয়াল?
বারাসাত ফুটবল ক্যাম্পের ছাত্র মইদুল। ছোটো থেকেই এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন করেছেন বারাসাতের কাজীপাড়ার এই ফুটবলার। ছোটো থেকেই গোলকিপার হওয়ার ইচ্ছা। পাড়ার ফুটবল থেকে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন, গোলরক্ষক হওয়ার প্যাশন ফলো করে চলেছেন মইদুল। ক্যালকাটা পুলিশ ক্লাবের হয়েই কলকাতা ময়দানে পরিচিতি ও প্রিমিয়ার ডিভিশনে খেলা।

সিএফএল-এর ফার্স্ট ডিভিশনে নেমে গিয়েছিল ক্যালকাটা পুলিশ। সেখান থেকে প্রিমিয়ার ডিভিশনে কামব্যাক। দলের এই উত্থানের পিছনে অবদান রাখছেন মইদুল।

৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক জানিয়েছেন, “প্রথম ডিভিশনে আমরা ভাল খেলেছিলাম। প্রথম দিকের কয়েকটা ম্যাচ বাদ দিলে সব ম্যাচে খেলেছিলাম। মোট ১৪ ম্যাচে খেলেছিলাম, গোল খেয়েছিলাম তিনটে।”

১৪ ম্যাচ খেলে মাত্র ৩ টে গোল! যে কোনও গোলকিপারের জন্য এই পরিসংখ্যান ঈর্ষাণীয়। মইদুল সংখ্যা নিয়ে ভাবতে নারাজ। খেলার সুযোগ পেয়েছেন, দল জিতেছে এটাই তাঁর কাছে বড় ব্যাপার। তাছাড়া বাড়ির কথাও ভাবতে হয়। অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল না। ফুটবল খেলে উপার্জন। নিজেকে প্রচারে নয়, নিয়মিত খেলার মাঠে রাখতে চাইছেন বারাসাতের মইদুল কয়াল।