এটিকের সাথে মোহনবাগানের সংযুক্তিকরণ (Mohunbagan) দেখতে দেখতে দু’বছর হয়ে গেলো । প্রথম থেকেই সবুজ মিলন সমর্থকরা এই সংযুক্তিকরণ মেনে নিতে পারেনি। চলেছে বহু আন্দোলন , কর্মকর্তাদের অপসরণের ডাক , সংযুক্তিকরণ ভেঙ্গে দেওয়ার আর্জি । সাম্প্রতিক ডুরান্ড কাপেও প্রতিটি ম্যাচে Remove ATK এর ডাক । তারই মধ্যে সবুজ মেরুন কর্মকর্তারাও দিয়েছেন কিছু আশ্বাসন । মাসখানেক ধরে গুঞ্জন ছিল যে এটিকে মোহনবাগানের নাম পরিবর্তন হয়ে মোহনবাগান সুপার জাইন্টস হবে ।
কিন্তু এই রকম কোন প্রতিফলন এখনো পর্যন্ত দেখতে নাওয়া পাওয়া গেলেও আজ সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চিত এক লোগো । MOHUNBAGAN SUPER GIANTS এই নামে এক লোগো, যেখানে দেখা যাচ্ছে লোগর মাঝখানে মোহনবাগানের ঐতিহ্যশালী পাল তোলা নৌকা । কিন্তু এই ঘটনাটা সত্যতা কতটা?? সত্যতা উন্মোচন করতে গিয়ে দেখা যাচ্ছে যে অফিসিয়াল ভাবে এটিকে মোহনবাগানের তরফ থেকে এরকম কোন পোস্ট করা হয়নি । তাহলে এই লোগোটি আসলো কোথা থেকে ?? এর সন্ধানও জানা গেছে যে ,অভিনন্দন মূখার্জী নামে এক বাঙালি গ্রাফিক ডিজাইনার এই লোগোটি তৈরি করেছে ।
অভিনন্দন মুখার্জী এর আগে নর্থইস্ট ইউনাইটেড এবং বহু ফুটবলারের গ্রাফিক ডিজাইনের কাজের সাথে যুক্ত ছিল। বর্তমানে তিনি এক মার্কিন কোম্পানিতে কাজ করেন । তিনি নিজের সাথে বহু কনসেপ্ট বেস গ্রাফিক ডিজাইন করে নিজের ইনস্টাগ্রামে ( Instagram ) পোস্ট করে থাকেন । সেই ভাবেই মোহনবাগানের নামের সাথে সুপার জায়ান্টস যোগ করে তিনি এই লোগোটি তৈরি করেছিলেন । পরে তিনি সেই পোস্টটি ডিলিটও করে দেন । কিন্তু কোনভাবে এই লোগোটিকে ব্যবহার করে আজকে এই লোগোটির ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া । ঘটনাচক্রে বহু সবুজ মিলন সমর্থক এই লোগোটিকে সত্য বলেও মনে করে । এই ভুল ধারণাকে ভেঙ্গে দেয় মোহনবাগান সমর্থকদের এক নামকরা ফেসবুক পেজ ।