Mohun Bagan: কলকাতা লিগের সুপার সিক্স খেলার সম্ভাবনা কমছে মোহনবাগানের

Mohun Bagan's Starting XI

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে পাঠচক্রের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীকালে কিছুটা হলেও যেন শক্তি কমতে থাকে সবুজ-মেরুনের (Mohun Bagan)। যারফলে, নিজেদের ঘরের মাঠে ড্র ও করতে হয় বেশকিছু ম্যাচ। তবে সেক্ষেত্রে ও সমস্ত কিছু ঠিকঠাক চললেও গতকাল নিজেদের ঘরের মাঠে সার্দান সমিতির কাছে পরাজিত হতে হয় মোহনবাগান সুপারজায়ান্টসকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা সকলের কাছে।

এই পরিস্থিতিতে প্রিমিয়ার ডিভিশন লিগের পরের রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল মোহনবাগানের কাছে। হিসেবে অনুযায়ী প্রতিটি বিভাগ থেকে মোট তিনটি করে দল যাওয়ার কথা থাকলেও বর্তমানে যে লড়াই দেখা দিয়েছে, তাতে পয়েন্টের নিরিখে কিছুটা হলেও পিছিয়ে পড়তে পারে বাগান। তবে তাদের সুপার সিক্সে সুযোগ করে নেওয়া কঠিন হলেও তা মোটেও অসম্ভব নয়।

   

বর্তমানে তাদের গ্রুপের দিকে তাকালে বোঝা যায়, মোট ৯টি ম্যাচ খেলে মাত্র ২০ পয়েন্ট সংগ্ৰহ করতে পেরেছে পালতোলা নৌকা। অন্যদিকে, ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে মহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ বাকি দুই ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে চব্বিশে। এছাড়াও ৮ ম্যাচে ২০ পয়েন্ট রয়েছে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির। এছাড়াও ১০ টি ম্যাচ খেলে ২১ পয়েন্টে দাঁড়িয়ে কালীঘাট এমএস। যাদের সাথে ঘরের মাঠে ড্র করেছিল মোহনবাগান। তাই লড়াই যে ক্রমশ কঠিন হচ্ছে তা এক কথায় পরিষ্কার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর ৩টে ম্যাচ খেলবে বাস্তব রায়ের ছেলেরা। যার মধ্যে রয়েছে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে ডায়মন্ডহারবার এফসি ও পিয়ারলেসের মতো ফুটবল দল।

তাই লড়াই যে আরও কঠিন হতে চলেছে তা বলেই চলে। গতকাল হারের ফলে পরবর্তী রাউন্ডে যেতে এবার সবকটি ম্যাচ জিততে হবে মোহনবাগানের এই জুনিয়র দলকে। তাহলে সেক্ষেত্রে মোহনবাগান গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে থাকতে পারে। এরপর বাকি দুইটি স্থানের জন্য লড়াই করতে বাকি হেভিওয়েট দলগুলিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন