কার বদলে মাঠে নামতে পারেন নুনো রেইস? জানুন

রবিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে যোগদান করেছেন নুনো রেইস (Nuno Reis)। গত কয়েকদিন ধরে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং…

Mohun Bagan's Nuno Reis

রবিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে যোগদান করেছেন নুনো রেইস (Nuno Reis)। গত কয়েকদিন ধরে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবে তাঁর যোগদানের কথা শোনা গেলেও সেটা সম্ভব হয়নি। শেষ বেলায় এই পর্তুগিজ ডিফেন্ডারকে দলে পেতে আসরে‌ নামে সবুজ-মেরুন ব্রিগেড। সেখান থেকেই আসে সাফল্য। নয়া ফুটবল সিজনে সপ্তম বিদেশি হিসেবে তিনি যোগদান করেছেন মোহনবাগান বাগানে। যারফলে সব ঠিকঠাক থাকলে পুরনো বন্ধু জেমি ম্যাকলারেনের সঙ্গে একই দলে খেলতে নামবেন রেইস।

   

কিন্তু কার বদলে তাঁকে মাঠে নামাবেন জোসে মোলিনা‌? সেই নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা। উল্লেখ্য, গত মাসের মধ্যেই নিজেদের সকল বিদেশি ফুটবলারদের নাম জানিয়ে দিয়েছিল মেরিনার্সরা‌। এরপর তাদের নিয়েই ডুরান্ড কাপ ফাইনাল খেলার পাশাপাশি আইএসএলের প্রথম ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান। এই পরিস্থিতিতে কাকে বসানোর কথা ভাববেন বাগান কোচ, সেটা এখনও স্পষ্ট নয়। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে দলের সঙ্গে নিজেকে যথেষ্ট মানিয়ে নিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ‌।

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে একটি গোল ও করেছেন তিনি‌। পাশাপাশি দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফুটবলার। কিন্তু সেই অনুপাতে কিছুটা হলেও হতাশ করছেন আরেক বিদেশি ডিফেন্ডার টম অলড্রেড। যদিও এখনও পর্যন্ত সেভাবে নিজের সেরাটা দেওয়ার সুযোগ না আসলেও অল্প সময়ের মধ্যে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই হাইপ্রোফাইল ফুটবলার।

সেই বিষয়টি কিছুটা হলেও চিন্তায় রাখবে মোলিনা। সব কিছু ভেবেই হয়তো সপ্তম বিদেশি হিসেবে নুনো রেইসকে সই করিয়েছে মোহনবাগান। বিশেষ সূত্র মারফত খবর, আগত এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের জন্যই নাকি সেই পর্তুগিজ ফুটবলারকে টেনেছে বাগান ব্রিগেড। সেক্ষেত্রে হয়তো টম অলড্রেডের পরিবর্তে এই ফুটবলারকে খেলাতে পারেন বাগানের হেডস্যার। সেই টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স দেখেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।