Durand Cup: ডার্বিতে রিজার্ভ বেঞ্চেই থাকবেন জেমি? মিলল ইঙ্গিত

দিন দুয়েক পরেই ডুরান্ড কাপের (Durand Cup) গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল…

দিন দুয়েক পরেই ডুরান্ড কাপের (Durand Cup) গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গত দুই ম্যাচের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য সবুজ-মেরুনের। সেজন্য কোচ জোসে মোলিনার তত্ত্বাবধানে জোরকদমে অনুশীলন চালাচ্ছেন ফুটবলাররা।

   

এই হাইভোল্টেজ ম্যাচে অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে খেলানোর পরিকল্পনা থাকলেও সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসলে চোটের সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে‌। সেজন্য তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। অনেক আগেই শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল জেমি ম্যাকলারেনকে। তবে চোটের পরিস্থিতি বুঝতে দিন কয়েক আগেই মুম্বাই পাঠানো হয় জেমিকে।

সেখান থেকে ফিরে এসেছেন এই অজি ফুটবলার। তবুও এখনও পর্যন্ত দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেননি তিনি। শুক্রবার জেমিকে দেখেই হয়তো ডার্বির এক কষবেন মোলিনা। সেক্ষেত্রে প্রথম একাদশের বদলে তাঁকে রিজার্ভ বেঞ্চে রেখেই ডার্বি শুরু করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।