ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা করে চলেছে কলকাতা ময়দান। ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান (Mohun Bagan) কিংবা মহামেডান। এই তিন প্রধানের দৌলতে যথেষ্ট উচ্চস্তরে পৌঁছে গিয়েছে দেশীয় ফুটবল। বছর বছর একাধিক তরুণ প্রতিভাকে মেলে ধরে এই তিন প্রধান। পরবর্তীতে যাদের সাফল্য পেতে দেখা যায় জাতীয় শিবিরে।
বর্তমানে কলকাতার বাকি দুই প্রধানের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। গতবছর আইএসএল জয় করার পর এবারের এই মরশুমের শুরুতে ডুরান্ড জয় করেছে সবুজ-মেরুন। তবে বর্তমানে এএফসি কাপে হতাশাজনক পারফরম্যান্স থাকলেও আইএসএলের দিকেই এখন বাড়তি নজর দিতে মরিয়া বাগান কোচ। তবে দশকের পর দশক ধরে চলে আসা মোহনবাগানের ঐতিহ্য, সংস্কৃতি মুগ্ধ করে সকলকে। সেই সমস্ত কিছু মাথায় রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মোহনবাগান ও অমর একাদশকে শ্রদ্ধা নিবেদন করে তৈরি হয়েছে বহু মূর্তি। উন্মোচিত হয়েছে বেশকিছু রাস্তা।
চলতি বছরের ২রা এপ্রিল মহানন্দা নদীর পাশে নীরঞ্জন ঘাটের ডানদিক থেকে সূর্যসেন পার্ক পর্যন্ত রাস্তাটির নাম “মোহনবাগান অ্যাভিনিউ” বলে চিহ্নিত করা হয়েছে শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে। সেইস সময় বাগান সচিব দেবাশীষ দত্ত সহ ক্লাবের কর্মসমিতির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে চালু হয়েছিল সেই রাস্তা। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এবার আরও এক রাস্তার নামকরণ হতে চলেছে মোহনবাগানের নামে। হ্যাঁ ঠিকই শুনছেন। কিন্তু কোথায় হবে এটি?
গতকাল সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই নিয়ে স্পষ্ট মন্তব্য করেন দেবাশীষ দত্ত। তিনি জানান, আগামী ৩ তারিখ মোহনবাগানের নামে নতুন রাস্তা পেতে চলেছে দুর্গাপুর। এক্ষেত্রে বহুদিন ধরেই আলোচনা চলছিল ক্লাবের কর্তাদের অন্দরে। শেষ পর্যন্ত চূড়ান্ত হয়ে গিয়েছে দিনক্ষণ। আগামী রবিবার সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটের মাথায় উদ্বোধন হবে এই রাস্তা। যতদূর জানা গিয়েছে নিউ দুর্গাপুরের অন্যতম বড় রাস্তার নামকরণ হতে চলেছে “মোহনবাগান অ্যাভিনিউ”। যা নিয়ে খুশি সকলেই। এখন এই দিকেই নজর আপামর বাগান সমর্থকদের।
কিন্তু কারা থাকতে পারেন এই অনুষ্ঠানে? কিছু ঘন্টা আগে ক্লাবের তরফ থেকে এই নিয়ে জারি করা হয় বিশেষ বিবৃতি। যেখানে ক্লাব সচিব দেবাশীষ দত্তের পাশাপাশি মন্ত্রী প্রদীপ মজুমদারের ও বিশেষ উপস্থিতির কথা জানানো হয়েছে। এছাড়াও দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক হিসেবে অনিন্দিতা মুখোপাধ্যায়ের ও থাকার কথা শোনা গিয়েছে। তবে এখানেই শেষ নয়। যতদূর খবর, আগামীকাল নাকি উপস্থিত থাকতে চলেছেন জনপ্রিয় তারকা ফুটবলার ব্যারেটো। ওরফে বাগানের সবুজ তোতা। একটা সময় সবুজ-মেরুন জার্সিতে দাপিয়ে বেড়িয়েছেন গোটা ময়দান। সময় এগিয়ে গেলেও আপামর বাগান সমর্থকদের মনের মনিকোঠায় থাকবেন ব্যারেটো। এবার তার আসার অপেক্ষায় সকলে।