AFC Cup : আবাহনী ম্যাচে বেঞ্চে থাকবেন ইউস্তে? সম্ভাবনা প্রবল

শেষ মরশুমে বেঙ্গালুরু এফসিকে পিছনে ফেলে আইএসএল চ্যাম্পিয়ন হলেও দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলেন না ফেরেন্দো। আসলে দিমিত্রি, বুমোসের মতো তারকা দলে থাকলেও সেন্টার ফরোয়ার্ড ছিলেননা কেউ।

Héctor Yuste

শেষ মরশুমে বেঙ্গালুরু এফসিকে পিছনে ফেলে আইএসএল চ্যাম্পিয়ন হলেও দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলেন না ফেরেন্দো। আসলে দিমিত্রি, বুমোসের মতো তারকা দলে থাকলেও সেন্টার ফরোয়ার্ড ছিলেননা কেউ। তাই স্বাভাবিকভাবেই দেখা দিয়েছিল গোলের সমস্যা। নতুন মরশুমে তা সমাধান করতেই বেশকিছু পরিবর্তন এনে এবার একের পর এক তারকা ফুটবলারদের দলে টেনেছে মোহনবাগান সুপারজায়ান্টস।

Advertisements

অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে আক্রমণভাগ আরও গতি আনার জন্য থাকছেন ইউরোপা লিগ খেলা ফুটবলার আর্মান্দো সাদিকু। যা দেখে খুশি সবুজ-মেরুন সমর্থকরা। তবে সেখানেই শেষ নয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন সিআর সেভেনের দলের বিপক্ষে খেলা তারকা হেক্টর ইউস্তে।

Advertisements

বছর কয়েক আগেও বিদেশি ফুটবল লিগে অতি পরিচিত মুখ ছিলেন হেক্টর ইউস্তে। শেষ ফুটবল মরশুমে সাইপ্রাসের জনপ্রিয় ফুটবল ক্লাব ওমোনিয়ার হয়ে দলের রক্ষনভাগ সামলেছেন তিনি। পারফরম্যান্স দেখে যথেষ্ট খুশি হয়েছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেজন্য এবার তাকেই দলে তুলেছে কলকাতার অন্যতম এক প্রধান ক্লাব।

বলাবাহুল্য, স্পেনের কার্ডিজ থেকে শুরু করে মায়োরকা ও গ্ৰনাডার মতো ক্লাবে কাটিয়েছেন অনেকটা সময়। খেলেছেন ২২০ টার ও বেশি ম্যাচ। তাই সমস্ত কিছু বিবেচনা করে ম্যাকহিউর বদলে এবার বাগান রক্ষনভাগ সামাল দেওয়ার জন্য আনা হল এই তারকা ফুটবলারকে। কিন্তু কবে তিনি ভারতে আসবেন সেই নিয়ে দেখা দিয়েছিল জল্পনা।

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গতকাল শহরে এসে পৌঁছান এই তারকা। এরপর রীতি মেনেই ফুলের স্তবকের পাশাপাশি সবুজ-মেরুন উত্তরীয় পড়িয়ে তাকে বরন করে নেন দলের সমর্থকরা। বর্তমানে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে সুযোগ করে নিলেও সকলের নজর সেই এএফসি কাপের ম্যাচের দিকে। যেখানে ঢাকা আবাহনী ক্লাবের মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। কিন্তু প্রশ্ন হল আদৌ কি সেই ম্যাচে নামবেন ইউস্তে। বর্তমানে সেই সম্ভাবনা অনেকটাই কম হলেও বিশেষ সূত্র মারফত খবর, এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখে এই তারকা ফুটবলারকে রিজার্ভ বেঞ্চে রাখতে পারেন ফেরেন্দো।