Hector Yuste: কৃষ্ণাকে আটকাতে বাড়তি দায়িত্ব নিতে তৈরি মোহনবাগানের এই ফুটবলার

Hector Yuste Roy Krishna

মাটি ধরিয়েছিলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। মুখের সামনে দিয়ে বল কেড়ে নিয়ে ওড়িশা এফসির গোল। সেমিফাইনালের প্রথম লেগে পরাজিত মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে মরীয়া সবুজ মেরুন ব্রিগেড। ভুবনেশ্বরে কড়া ভুল আর করতে চাইছেন না বাগানের হেক্টর ইয়ুস্তে (Hector Yuste)।

Advertisements

রয় কৃষ্ণার গোলটার জন্য অনেকেই আঙুল তুলেছেন হেক্টর ইয়ুস্তের দিকে। কৃষ্ণার সঙ্গে দৌড়ে পারেননি বাগান ডিফেন্ডার, সোশ্যাল মিডিয়ায় এমন লেখাও চোখে পড়েছে। গ্রানাডা, ম্যালোরকার মতো নামী ক্লাবে খেলা হেক্টর কোনও অজুহাত দিতে চাইছেন না। দ্বিতীয় লেগের ম্যাচে তাঁর অন্যতম লক্ষ্য রয় কৃষ্ণাকে আটকে দেওয়া।

গোপনীয়তা বজায় রেখে অনুশীলন করিয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। ফলত ওড়িশার এফসির বিরুদ্ধে তাঁর পরিকল্পনা ঠিক কী হতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে যেটুকু অনুশীলন দেখার সুযোগ পাওয়া গিয়েছিল, সেখান থেকে একটা জিনিস স্পষ্ট- গোল হজম করতে নারাজ মোহনবাগান।

Advertisements

গত ম্যাচে সেট পিস থেকে গোল করেছিলেন ওড়িশা এফসির দিমাস দেলগাদো। রক্ষণের ভুলে এক প্রকার ফাঁকায় পায়ে বল ঠেকিয়ে গোল করেছিলেন। ওড়িশা এফসির পরের গোল হয়েছিল রয় কৃষ্ণার একক দক্ষতায়। দ্রুত গতির কৃষ্ণার বিপক্ষে একা পড়ে গিয়েছিলেন কৃষ্ণা। এই দু’টি গোলের ক্ষেত্রেই মোহনবাগান ডিফেন্ডারদের পজিশনিং হয়তো ঠিক ছিল না। হাবাসের বাড়তি নজর তাই রক্ষণের দিকে। সেই সঙ্গে কৃষ্ণাকে রুখে দিয়ে জ্বালা জুড়োতে চাইবেন হেক্টর।