Durand Cup-এ মোহনবাগানের দল নামানো নিয়ে বড় আভাস

Durand Cup

কলকাতা ফুটবল লীগ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এরপর রয়েছে Durand Cup। সেখানেও খেলবে মোহন বাগান সুপার জায়ান্ট। তার আগে মিলল বড় আভাস। ডুরান্ড কাপে মোহনবাগান কেমন দল নামাতে পারে সে ব্যাপারে ময়দানে কিছু কানাঘুষো শোনা গিয়েছে।

কলকাতা ফুটবল লীগে এবার কোনো বিদেশি ফুটবলারকে খেলানো হচ্ছে না। প্রত্যেক দলে তাই ভারতীয় প্রতিভার ছড়াছড়ি। মোহন বাগান সুপার জায়ান্টে হেভিওয়েট তারকা সেই অর্থে না থাকলেও রয়েছে একের পর প্রতিভা, যারা আগামী দিনে হয়ে উঠতে পারেন ভারতীয় ফুটবলের তারকা। কলকাতা ফুটবল লীগে প্রত্যেক জুনিয়র ফুটবলারকে দেখে নিচ্ছে বাগান। প্রথম ম্যাচে ছেলেরা নিরাশ করেনি। প্রতিপক্ষকে দিয়েছিল তিন গোল। আরও বেশি গোল করার জায়গায় ছিল দল।

   

এবার মোহন বাগান সুপার জায়ান্টের পাখির চোখ এশিয়ান প্রতিযোগিতা। আন্তর্জাতিক এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে দল গঠন করেছে ম্যানেজমেন্ট। ইতিমধ্যে দুইজন নামী বিদেশি ফরোয়ার্ডকে মূল দলের আক্রমণভাগে নিশ্চিত করা হয়েছে। ভারতীয় ফুটবলারদের জন্যও মোটা টাকা খরচ করেছে সবুজ মেরুন শিবির। ডুড়ান্ড কাপে কেমন দল নামাতে পারে মোহন বাগান সুপার জায়ান্ট?

শোনা যাচ্ছে, বাগানের কাছে ডুড়ান্ড কাপ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। এশিয়ান প্রতিযোগিতার আগে ডুড়ান্ড কাপকে প্রাক মরসুম প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে বেছে নিতে পারে ক্লাব। ফলত কাপের লড়াইয়ে সবুজ মেরুন জার্সিতে একাধিক তারকাদের সবুজ মেরুন জার্সিতে দেখার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন