ISL: ফাইনাল ম্যাচের আগে মোটিভেশনের কথা জানালেন দিমি, কী বলছেন এই ফুটবলার?

গতবারের মত এবারও ইন্ডিয়ান সুপার লিগের (ISL )ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। ওডিশা এফসির বিপক্ষে প্রথম সেমিফাইনালে এগিয়ে থেকে জয় না আসলেও দ্বিতীয় লেগে নিজেদের…

Dimitri Petratos

গতবারের মত এবারও ইন্ডিয়ান সুপার লিগের (ISL )ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। ওডিশা এফসির বিপক্ষে প্রথম সেমিফাইনালে এগিয়ে থেকে জয় না আসলেও দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে জয় সুনিশ্চিত করেছে শুভাশিস ব্রিগেড। আগামী ৪ঠা মে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচ খেলতে নামবে দল। তাদের লড়াই করতে হবে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে। এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে বঙ্গের ফুটবলপ্রেমীরা। গতকাল এফসি গোয়াকে হারিয়ে রাহুল ভেকের দল ফাইনালে ওঠার পর থেকেই এই ম্যাচের টিকিট নিয়ে প্রবল উন্মাদনা দেখা দেয় বাগান সমর্থকদের মধ্যে।

আজ, মঙ্গলবার বিকেল থেকেই অনলাইন মাধ্যমে শুরু হয়েছে টিকিট বিক্রি। যেখানে দেড়শো টাকা থেকে শুরু করে প্রায় তিনশো টাকা পর্যন্ত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন সে টিকিট সংগ্রহ করতে মরিয়া সকলে। এসবের মাঝেই নিজের মোটিভেশনের কথা জানালেন মোহনবাগান দলের অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস।

   

তিনি বলেন, আমার পরিবার‌ সমর্থক সবাইকে নিয়ে আমরা একটা বড় পরিবার। আমরা তাদের জন্যই খেলি। তারা সকলেই আমার কাছে মোটিভেশন। তার এই মন্তব্য যথেষ্ট খুশি করেছে সমর্থকদের। উল্লেখ্য, হাবাসের হাত ধরে আইএসএলের দ্বিতীয় লেগ থেকেই ঘুরে দাঁড়িয়েছে দল। ‌ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।

টুর্নামেন্টের বড় ম্যাচ হোক কিংবা সেমিফাইনাল। সব সময় দলের সমর্থকদের মাঠে এসে সাপোর্ট করার কথাই শোনা গিয়েছে বাগান ফুটবলারদের তরফ থেকে। সমর্থকদের উপস্থিতি ফুটবলারদের মধ্যে যে বাড়তি শক্তি সঞ্চার করে তা নতুন করে বলার অপেক্ষায় রাখে না। সেই শক্তি সঙ্গে নিয়েই এবার যুবভারতীতে আইএসএল জয় করতে চায় বাগান ব্রিগেড।