Mohun Bagan: আরও কড়া মনোভাব হাবাসের, এভাবে করালেন অনুশীলন

Mohun Bagan Coach Antonio Lopez Habas

চেনা মেজাজে মোহনবাগান (Mohun Bagan) কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। অনুশীলনে বজায় রাখলেন গোপনীয়তা। প্রিয় দলের অনুশীলন দেখার জন্য মাঠে এলেন অনেকেই। কিন্তু দেখতে দেওয়া হল না বেশিক্ষণ। তা-ও দূর থেকে।

কালো কাপড় দিয়ে মাঠ ঢেকে অনুশীলন করানোর জন্য পরিচিত লোপেজ হাবাস। যখনই তাঁর কোচিংয়ে থাকা কোনও দল কঠিন সময়ের সম্মুখীন হয়েছে, তখনই অবলম্বন করেছেন এই কৌশল। এটিকে’র দায়িত্বে থাকার সময়েও এই কৌশল অবলম্বন করতেন। কালো কাপড় দিয়ে প্র্যাক্টিস করানোর কৌশল কলকাতা ময়দানের অনেকের কাছেই তখন নতুন ছিল। এখন আর নন। বিশেষত হাবাস যখন প্রশিক্ষক তখন এভাবে অনুশীলন করানোর ছবি খুব স্বাভাবিক।

   

কড়া কোচ হিসেবে পরিচিত লোপেজ হাবাস। স্কোয়াডের ছেলেদের শৃঙ্খলায় বেঁধে রাখতে পছন্দ করেন। ফোকাস নড়ে যাওয়ার আশঙ্কায় লিগ শিল্ড জেতার পর মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলারদের উৎসব করতে দেননি তিনি। এই মুহুর্তে তাঁর মাথায় উৎসবের কথা আরই আসবে না। কারণ, প্রথম লেগের সেমিফাইনালে দল হেরেছে। রবিবার দ্বিতীয় লেগের সেমিফাইনাল। ওডিশা এফসিকে দুই গোলের ব্যবধানে পরাজিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে বাগানকে।

গত ম্যাচে লাল কার্ড দেখেছিলেন আর্মান্দো সাদিকু। ওড়িশা এফসির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি নেই। তাঁর জায়গায় প্রথম একাদশে হয়তো শুরু করবেন জেসন কামিন্স। সের্জিও লোবেরার ওড়িশা এফসির বিরুদ্ধে হাবাসের মোহনবাগান সুপার জায়ান্টের পরিকল্পনা যাতে প্রকাশ্যে চলে না আসে, সে জন্যই অনুশীলন মাঠ মুড়ে দেওয়া হয়েছিল কালো কাপড় দিয়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন