মাঠে নামল না মোহনবাগান, তাহলে কি ওয়াকওভার?

আজ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলের। তবে গত কয়েকদিন ধরেই এই ম্যাচ খেলা নিয়ে…

Mohun Bagan SG

আজ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলের। তবে গত কয়েকদিন ধরেই এই ম্যাচ খেলা নিয়ে সরগরম হয়ে উঠেছিল কলকাতা ময়দান। আসলে ইমামি ইস্টবেঙ্গল দলের তরফ থেকে এই ম্যাচ খেলা নিয়ে কোনো আপত্তি না থাকলেও বাধ সাথে পড়শি ক্লাব।

তাদের তরফ থেকে জানানো হয় আগামী ২রা ডিসেম্বর আইএসএলের ম্যাচে হায়দরাবাদ দলের বিপক্ষে খেলতে হবে তাদের। সেই ম্যাচের প্রেস কনফারেন্স রয়েছে তাদের। সেজন্য, ম্যাচের দিন বদলের দাবি করা হয়েছিল তাদের তরফ থেকে। কিন্তু তা মানতে নারাজ ছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। অনির্বাণ দত্ত পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আর বদল করা যাবে না ম্যাচের দিন।

তার উত্তরে গতকাল রাতে ক্লাবের তরফ থেকে ম্যাচ পরিচালনা করার সমস্ত নথির পাশাপাশি টিকিট চেয়ে পাঠানো হয়। এই জল যে অনেকদূর গড়াবে তার আভাস মিলেছিল অনেক আগেই। তেমন ঘটল আজ। নির্ধারিত সময় নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের জন্য লাল-হলুদ ব্রিগেড উপস্থিত থাকলেও দেখা যায়নি বাগান ব্রিগেডকে। যা নিয়ে হতাশ ছিল সকলেই। আসলে, মোহনবাগান যে আজ দল নামাবে না পরিষ্কার হয়ে যায় তখন। তবুও নিয়ম অনুযায়ী বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। প্রথমদিকে ওয়াক ওভারের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সরকারিভাবে তেমন কিছু জানানো হয়নি।

তাই এখনি এই ডার্বি ম্যাচের তিন পয়েন্ট পাচ্ছে না ইমামি ইস্টবেঙ্গল। তাহলে কি আবার হবে ম্যাচ? সেই নিয়ে এখনো কিছু জানানো না হলেও পরবর্তীকালে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে ফেডারেশন।