Mohun Bagan vs. Hyderabad FC: আইএসএলের অ্যাওয়ে ম্যাচে সুযোগ সন্ধানী হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান। উল্লেখ্য, গত ওডিশা ম্যাচে একেবারে নাস্তানাবুদ হতে হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেদের। তবে এবার সেই ওডিশার হোম গ্রাউন্ড থেকেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ মেরিনার্সদের।
আসলে, এই ম্যাচ হায়দরাবাদে হওয়ার কথা থাকলেও বর্তমান সময়ে সেখানে নির্বাচনের আবহ থাকায় স্থানান্তরিত করা হয়েছে এই খেলা। যেটি আয়োজিত হচ্ছে কলিঙ্গ স্টেডিয়ামে। যেখানে আজ খেলা দেখার জন্য কোনোরকম টিকিটের ব্যবস্থা করা হয়নি। বলতে গেলে বিনা পয়সায় ম্যাচ দেখার সুযোগ থাকছে দুই দলের সমর্থকদের কাছে। একদিকে যেমন পুরোনো ছন্দে ফেরাই অন্যতম লক্ষ্য থাকবে ফেরেন্দোর, অন্যদিকে ঠিক তেমনভাবেই মরশুমের প্রথম জয় পেতে চাইবে হায়দরাবাদ।
সেইমতো নিজেদের একাদশ সাজাতে চাইবেন দুই দলের কোচ। তবে খাতায় কলমে মোহনবাগান সুপারজায়ান্টস অনেকটা এগিয়ে থাকলেও পরিস্থিতি বলছে আজ কিছুটা হলেও জয়ের অনুকূল পরিবেশ পেতে চলেছে নিজামের শহরের এই ফুটবল দল। তবে দিমিত্রি পেট্রাতোস ও দেশীয় তারকা মনবীর সিংয়ের অনুপস্থিতিতে অনেকটাই চাপ থাকবে বাগান হেডস্যারের। এক্ষেত্রে বলতে গেলে বদল করার অপশন কমবে মোহনবাগানের। সেইসাথে ম্যাচের ফর্মেশনে ও হয়ত দেখা যাবে না খুব একটা বদল। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচের ফর্মেশন। সব ঠিকঠাক থাকলে আজও গোলকিপার হিসেবে থাকতে পারেন বিশাল কাইথ। পাশাপাশি দলের রক্ষনভাগে দেখা যেতে পারে হ্যামিল, অধিনায়ক শুভাশিস বসু ও জাপানি সেন্টার ব্যাক হেক্টর ইউৎসে।
Here’s our team news, powered by @honda2wheelerin!
Kiyan starts as head coach Juan Ferrando names the line up to take on Hyderabad FC!
Watch the game live on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/0C0culHWYS
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 2, 2023
সেইসাথে দুই উইং থেকে আক্রমণ করে উঠে আসতে পারেন তরুণ তারকা লিস্টন কোলাসো ও আশিষ রাই। এছাড়াও দলের মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকতে পারেন অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ। সেইসাথে একটু এগিয়ে থাকতে পারেন ভারতীয় তারকা গ্লেইন মার্টিনস। অন্যদিকে, সুযোগ বুঝে মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে উপরে উঠে আসতে পারেন মরোক্কান তারকা হুগো বুমোস। এবং সবশেষে ফরোয়ার্ড লাইনে ঝড় তুলে প্রতিপক্ষের রক্ষনভাগে ফাঁটল ধরানোর জন্য থাকতে পারেন আলেবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। প্রয়োজন হলে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে নামিয়েই শুরু করতে পারেন হুয়ান ফেরেন্দো।