মিনিট কুড়ির অপেক্ষা। তারপরেই এবারের ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসি। তাঁদের বিপক্ষে এবার লড়াইটা যে সহজ নয় সেটা ভালো মতোই জানেন বাগান কোচ হোসে মোলিনা। সেজন্য, এএফসির হতাশা কাটিয়ে বেশ কিছুদিন আগে থেকেই দলের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন গতবারের আইএসএল জয়ী কোচ। এবার এই টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য পাওয়ার মধ্য দিয়ে সমর্থকদের মন জয় করার লক্ষ্য থাকবে ম্যানেজমেন্টের।
সেই অনুযায়ী নিজের একাদশ (Mohun Bagan) সাজিয়েছেন এই স্প্যানিশ কোচ। যেখানে অন্যান্য দিনের মতো দলের গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ। রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে থাকছেন যথাক্রমে টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, এবং মেহেতাব সিং। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া এবং ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। দুই উইংয়ে ঝড় তোলার জন্য দেখা যেতে চলেছে কিয়ান নাসিরি এবং মনবীর সিংকে। সেইসাথে ফরোয়ার্ডে চাপ সৃষ্টি করার জন্য প্রথম থেকেই থাকতে চলেছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।
TEAM NEWS 🚨
Mehtab and Robson make their first start in 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/QVYnq151nK
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 9, 2025
বাকি দুই অজি তারকা তথা দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিন্স সহ গ্লেন মার্টিন্স এবং অভিষেক সূর্যবংশীরা আপাতত রিজার্ভে থেকে শুরু করলেও পরবর্তীতে দলের প্রয়োজনে তাঁদের মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন হোসে মোলিনা। আসলে প্রথম থেকেই দলের জয় নিশ্চিত করতে মরিয়া এই স্প্যানিশ কোচ। সেজন্য আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের উপরে প্রভাব করাই প্রধান লক্ষ্য থাকবে মেরিনার্সদের।