ডার্বিতে এগিয়ে কে? ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ‘হুঙ্কার’ দেবাশিসের

হাতে আর একেবারে বেশি সময় নেই। রবিবার অর্থাৎ ১৮ অগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম ডার্বি ম্যাচের (Mohun Bagan vs East Bengal) আয়োজন করা হচ্ছে।…

হাতে আর একেবারে বেশি সময় নেই। রবিবার অর্থাৎ ১৮ অগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম ডার্বি ম্যাচের (Mohun Bagan vs East Bengal) আয়োজন করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। ‘তুই না মুই’ লড়াইও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দুই দলের সমর্থকরা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে রবিবাসরীয় ডার্বিতে কোন দল এগিয়ে থাকবে, মোহনবাগান না ইস্টবেঙ্গল? এবার স্পষ্ট ভাষায় যোগ্য জবাব দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

Mohun Bagan vs East Bengal: মাঝমাঠ যার ডার্বি তার? মিডফিল্ডে ‘খেলা হবে’

একটি ক্রীড়া সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘ডার্বি ম্যাচে কখনই কোনও দল এগিয়ে থাকে না। এটা সবসময় ফিফটি-ফিফটি ম্যাচ হয়। এই ম্যাচে কোনও দল এগিয়ে কিংবা পিছিয়ে থাকে না। কোন দলে ক’জন বিশ্বকাপার থাকল, মেসি থাকলেও ডার্বি ম্যাচ এগিয়ে থাকে না। ডার্বি সবসময় ডার্বিই হয়। এই ম্যাচে সবাই সমান।’

Advertisements

আনোয়ারের অভাব ভোগাতে পারে মোহনবাগানকে? চিন্তার ভাঁজ মলিনার কপালে

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ডুরান্ড মরশুমে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু’বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। গ্রুপ পর্বের ম্যাচে নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গল জয়লাভ করলেও, ফাইনাল ম্যাচে সেই মোহনবাগানের কাছেই হেরে ট্রফি হাতছাড়া করেছিল তারা। এই পরিস্থিতিতে রবিবার প্রতিশোধের ডার্বিতে লাল-হলুদ ব্রিগেড যে একেবারে ছেড়ে কথা বলবে না, তা ময়দানের প্রতিটা ঘাস অক্ষরে অক্ষরে জানে।