Mohun Bagan: আনোয়ার আলিকে নিয়ে যথেষ্ট চাপে সবুজ-মেরুন

আইএসএলের প্রথম লেগের শেষটা খুব একটা ভালো না হলেও টুর্নামেন্টের দ্বিতীয় লেগের শুরুটা অনবদ্যভাবে করেছে মোহনবাগান (Mohun Bagan)। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দলের বিপক্ষে ড্র করলেও…

Anwar Ali

short-samachar

আইএসএলের প্রথম লেগের শেষটা খুব একটা ভালো না হলেও টুর্নামেন্টের দ্বিতীয় লেগের শুরুটা অনবদ্যভাবে করেছে মোহনবাগান (Mohun Bagan)। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দলের বিপক্ষে ড্র করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বল য়ৌঔহায়দরাবাদকে হেলায় হারিয়ে দেয় সবুজ-মেরুন। এই জয়ের ফলে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ষ্প্রগতবারের আইএসএল জয়ীরা। আগামীকাল আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এবার এফসি গোয়ার মুখোমুখি হতে হবে মোহনবাগান ফুটবল ক্লাবকে।

   

তবে চোট আঘাতের সমস্যা যথেষ্ট ভোগাচ্ছে গোটা দলকে। এই সিজনে আনোয়ার আলী ছিটকে যাওয়ার পর যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। রক্ষণভাগে যথেষ্ট প্রভাব পড়তে থাকে প্রত্যেক ম্যাচে। সেজন্য, এই সিজনের এএফসি কাপের গ্ৰুপ

পর্বের শুরুতেই ছিটকে যেতে হয়েছে কলকাতা ময়দানের এই প্রধানকে। যা নিয়ে প্রচন্ড হতাশ ছিল দলের সমর্থকরা। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল মেরিনার্সদের‌। কিন্তু ম্যাচ যতই এগিয়েছে ততই চাপে পড়তে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে।

তবে গত ডার্বিতে আনোয়ার আলী মাঠে নামলেও খেলতে পেরেছিলেন মাত্র চোদ্দো মিনিট মাঠে ছিলেন আনোয়ার। ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল এই দাপটে ফুটবলারকে। যা অনায়াসেই নড়বড়ে করে দিয়েছিল বাগান ডিফেন্স। পরবর্তীতে জানা গিয়েছিল, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পাঞ্জাবের এই দাপুটে ফুটবলারকে।‌ পরবর্তীতে চোট সারিয়ে ফের অনুশীলনে আসলেও গোয়া ম্যাচ খেলতে যাননি তিনি। আনোয়ারের অনুপস্থিতি যথেষ্ট অ্যাডভান্টেজ দেবে এফসি গোয়াকে। আগামীকালের ম্যাচে আনোয়ার না খেললেও খুব শীঘ্রই দলের প্রথম একাদশে স্থান করে নিতে পারেন এই ভারতীয় ডিফেন্ডার। ‌